বুথের সামনে কেন্দ্রীয় বাহিনী 

বুথে বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী, খুশি সাধারণ ভোটাররা

মথুরাপুর: আগামী ১লা জুন লোকসভা নির্বাচনের শেষ দফায় ভোট। তার আগেই সংশ্লিষ্ট এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসেছে। এলাকায় এলাকায় রুট মার্চ করছে তারা।

ভোটের আগে সমস্ত জায়গায় টহল দিচ্ছে জওয়ানরা। সঙ্গে রয়েছে রাজ্য পুলিশ। বিপুল সংখ্যক বাহিনী নিয়ে এলাকায় এলাকায় জোরদার নজরদারি চালাচ্ছে প্রশাসন।

আরও পড়ুন- ৬ দফার ‘খামতি’ পুষিয়ে দেবে শেষ দফা? ভাঙড়ে যা ঘটছে, আতঙ্ক বাড়ছে চড়চড়িয়ে

ভোটের দিন বুথে বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ফলে কার্যত হাসি ফুটেছে সাধারণ মানুষের মুখে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখে কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলছে তারা।

আরও পড়ুন- হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রা…! আদ্রতা চরমে! দক্ষিণবঙ্গে মুক্তির ‘বৃষ্টি’ কবে?

অনেকেই জানিয়েছেন, এবার নির্বিঘ্নে ভোট দেবেন। খুশি বিরোধীরাও। বারবার একাধিক নির্বাচনে তারা নিরাপত্তা নিয়ে অভিযোগ তোলেন। তবে এবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখে তারাও ভরসা পাচ্ছেন।

আর এক দিন পর শেষ দফার নির্বাচন। আর তার আগে কার্যত গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে বাহিনী দিয়ে। সাধারণ মানুষের সঙ্গে বাহিনীর সদস্যরা কথা বলছেন। এলাকাকে ভয়মুক্ত করে রাখার কথা বলছেন, যাতে ভরসা পাচ্ছে সাধারণ মানুষজন।

নবাব মল্লিক