সাইকেল চালিয়ে ডেঙ্গি সচেতনতা

Malda News: সাইকেল চালিয়ে শহর ঘুরছেন পুরসভার চেয়ারম্যান, কারণ জানলে অবাক হবেন

মালদহ: ডেঙ্গি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে অভিনব কর্মসূচি পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যানের। পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ নিজে সাইকেল চালিয়ে শহরের বিভিন্ন এলাকায় অলিতে গলিতে ঘুরছেন। সাইকেলের সামনে প্ল্যাকার্ডে লেখা রয়েছে ডেঙ্গি সচেতনতার বার্তা। সেই সাইকেল নিয়েই বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষকে ডেঙ্গি নিয়ে সচেতন করছেন। কারণ ইতিমধ্যে মালদহ জেলা জুড়ে ডেঙ্গি নিয়ে বিশেষ সর্তকতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: আরজি করে পৌঁছেই সোজা চারতলার সেমিনার রুমে সিবিআই-এর তদন্তকারীরা, সঙ্গে ফরেন্সিক দল

প্রতিবছর মালদহ জেলা-সহ দুই শহরে ডেঙ্গির প্রকোপ ব্যাপক হারে বৃদ্ধি পায়। এই বছর বর্ষার অনেক আগে থেকেই জেলায় ডেঙ্গির প্রকোপ শুরু হয়েছে। এই সময় ডেঙ্গির বৃদ্ধির আরও সম্ভাবনা রয়েছে। তাই এখন থেকেই জেলার দুই পুরসভার কর্তাদের সতর্ক করা হয়েছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। সেই মতো পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বিভিন্ন পরিকল্পনার পাশাপাশি নিজের সাইকেল নিয়ে এলাকায় ঘুরে ডেঙ্গি নিয়ে সচেতনতার বার্তা দিচ্ছেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, কোথাও কোন আবর্জনা যেন জমে না থাকে জমা জল যেন নিকাশ করা হয় সেই বিষয়গুলি নিয়ে সাধারণ মানুষকে বোঝাচ্ছেন তিনি।

শুধুমাত্র ডেঙ্গি নিয়ে সচেতনতা নয়। পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যানের সাইকেল অভিযানের মধ্যে দিয়ে শহরের বিভিন্ন প্রান্তের মানুষের অভাব অভিযোগের কথা শুনছেন। পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, +”একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই নির্দেশ দিয়েছিলেন। সেই মতো আমি সাইকেল নিয়ে শহর ঘুরে মানুষের অভাব অভিযোগ শুনছি। জনসংযোগ করা হচ্ছে। পাশাপাশি ডেঙ্গি নিয়ে মানুষকে সচেতন করছি।”

হরষিত সিংহ