চলেছে রাস্তার কাজ

South 24 Parganas News: এই প্রথম পাকা রাস্তায় হাঁটবে কুলতলির ময়রাচকের মানুষ!

দক্ষিণ ২৪ পরগনার: স্বাধীনতার পর প্রথম কুলতলির গোপালগঞ্জে ময়রারচক এলাকায় তৈরি হচ্ছে কংক্রিটের রাস্তা। স্বাধীনতার পর থেকে সর্বপ্রথম  তৃণমূল কংগ্রেসের বিধায়ক উদ্যোগে ডোঙাচড়া হইতে ময়রার চক পর্যন্ত ঢালাই রাস্তা পেল। তাই এলাকাবাসী শঙ্খ বাজিয়ে  ফিতে কেটে রাস্তার উদ্বোধন করেন। যা নজিরবিহীন ঘটনা।রাস্তার দাবি নিয়ে বাসিন্দারা আগে জেলা প্রশাসনের কাছে একাধিকবার স্মারকলিপি জমা দিয়েছেন। এই এলাকার বাসিন্দারা তার পাশাপাশি অনেকে বার প্ল্যাকার্ড নিয়ে ধর্না দিয়েছেন।

আরও পড়ুন: কাঁকড়া, চিংড়ি থেকে আমুদিমাছ! আরও নানা পদ নিয়ে হাজির ঝড়খালির ক্যাফেটেরিয়া

রাস্তা পাকা হওয়ার খবর শুনে খুশি গ্রামের মহিলা । মহিলারা রাস্তা নিয়ে অনেকবার আন্দোলন করেছে। স্বাধীনতার পর এই প্রথম গ্রামের কাঁচা রাস্তা পাকা হবে। খুব আনন্দিত এলাকার বহু মানুষ।  এই রাস্তায় সাধারণ বাসিন্দারা অনেকটাই অসুবিধা বাধন কাটল। স্কুল কলেজে যেতে অনেক অসুবিধা হতো ছাত্র-ছাত্রীদের। অসুস্থ রোগীরা রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকে আরও গুরুতর অসুস্থ হয়ে যেত। তাই রাস্তা পেয়ে খুশি স্কুলের ছাত্র ছাত্রীরা।

আরও পড়ুন: লাল-নীল না সবুজ হলুদ!…এবারের দোলে কোন রঙের চাহিদা তুঙ্গে, বলুন তো!

কুলতলী ব্লকের ডোঙ্গা জোড়া হইতে ময়রারচক পর্যন্ত আড়াই কিলোমিটার ঢালাই রাস্তার উদ্বোধন করেন। কুলতলী পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ,কুলতলী পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাদক্ষ গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের একাধিক জনপ্রতিনিধি। কুলতলির ময়রারচক এলাকায় দীর্ঘদিন যাবত এলাকাবাসীদের খুবই সমস্যা হচ্ছিল।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কুলতলিবিধানসভার বিধায়কের প্রচেষ্টায় আনুমানিক এক কোটি ৩৪ লক্ষ ১২ হাজার এক শত টাকার এই ঢালাই রাস্তার শুভ সূচনা হল।

সুমন সাহা