মৎস্যজীবীদের হাতে তুলে দেয়া হলো মিন

South 24 Parganas News : রিমলে ক্ষতিগ্রস্থ মাছ চাষীদের পাশে মৎস্য দফতর

দক্ষিণ ২৪পরগনা: সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় রিমল ঘূর্ণিঝড়ে বড়সড় ক্ষতি না হলেও প্রভাব পড়েছে মাছ ছাষে। সুন্দরবন এলাকায় মানুষরা  মাছ চাষের ওপরে অনেকটাই নির্ভরযোগ্য।  এই ঝড়ের দাপটে মাছ চাষের ওপরে অনেকটাই প্রভাব পড়েছে। পুকুর ভেড়িতে ঢুকেছে নোনা জল, মিঠা জলের বড় থেকে চারা সব মাছ অনেকাংশে নষ্ট হয়েছে। তাছাড়া জলস্রোতে ভেসে গেছে বহু মাছ। এবার রিমল ঝড়ে ক্ষতিগ্রস্ত সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মৎস্যজীবীদের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ মৎস্য দফতরের।

আরও পড়ুন: কাদায় ভরা বিপজ্জনক রাস্তা! হেঁটে পেরনোই দায়

রিমল ঝড়ের পরপরই কোড অফ কন্ডাক চালু থাকায় ক্ষতিগ্রস্থরা সেভাবে সাহা‌য্য পায় নি। পরবর্তীতে তা উঠে যাওয়ায় আবার সুন্দরবনের মৎস্যজীবীদের জন্য রাজ্য সরকারের উদ্যোগে বাগদা চিংড়ির মিন প্রদান শুরু হল। কুলতলী পঞ্চায়েত সমিতির সহায়তায় শতাধিক মৎস্যজীবী পরিবারদের হাতে তুলে দেওয়া হয় বাগদা চিংড়ির মিন। যা পেয়ে অত্যন্ত খুশি এ সমস্ত এলাকার মৎস্যজীবীরা। তারা একটু হলেও আলোর দিশা দেখবে বলেই মনে করছেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুমন সাহা