বর্ষায় ভেঙে পড়ল বাড়ি

House Collapsed: চরম বিপত্তি… তিনদিনের প্রবল বৃষ্টির দাপটে ভেঙে পড়ল গোটা বাড়ি, তারপরেই…

পুরুলিয়া: বৃষ্টির দাপট চলছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। জেলা পুরুলিয়ায় টানা ঝড় বৃষ্টি হচ্ছে সর্বত্র। বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে রয়েছে সমস্ত জায়গা। বিধ্বস্ত হয়ে উঠছে জনজীবন। টানা তিন দিনের প্রবল বৃষ্টির দাপটে গৃহস্থের বাড়ি ভেঙে বিপত্তি ঘটল পুরুলিয়া এক নম্বর ব্লকের ডিমডিয়া অঞ্চলের তেতলা গ্রাম। চার সন্তান, স্ত্রী ও বৃদ্ধা মাকে নিয়ে কোনরকমে প্রাণে বাঁচলশেখ রাউফ। ঘটনার খবর পেয়ে তার বাড়িতে যান তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য শেখ আফরোজ।

ওই পরিবারকে তাঁরা তৃণমূলের দলীয় কার্যালয়ে আশ্রয় দেন। এ বিষয়ে শেখ রাউফ জানান , টানা বৃষ্টির ফলে তাঁদের বাড়ি ভেঙে গিয়েছে। কোনওরকমে তারা প্রাণে বেঁচেছে। মা ও সন্তানদের নিয়ে তাঁরা স্থানীয় পার্টি অফিসে আশ্রয় নিয়েছেন। পঞ্চায়েতের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে।

আরও পড়ুন: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার চাঞ্চল্যকর অভিযোগ…! CBI ‘রিমান্ড কপিতে’ যা বেরিয়ে এল, চমকে দেবে!

 

তাঁর কথায় , ‘ঘটনার খবর পেয়ে আমরা এখানে আসি। ওঁদের উদ্ধার করে আপাতত পার্টি অফিসে নিয়ে যাওয়া হয়েছে। বিডিওর সঙ্গে কথা বলা হবে যাতে ওঁদের থাকার কোনও ব্যবস্থা করা যায়।’ ‌ টানা বৃষ্টির ফলে কাঁচা বাড়িগুলি ভেঙে যাচ্ছে। জলের দাপট ক্রমশ বেড়েই চলেছে। তীব্র গতিতে ঝোড়ো হাওয়া বইছে। কোনও কোনও জায়গায় গাছ পড়ে গিয়ে চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। প্রশাসনিক তৎপরতায় সেগুলিও সমাধান করার চেষ্টা করা হচ্ছে। বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন।