হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবের পুজো 

স্মার্টফোনে বন্দি শৈশব! মুক্তির আলোই এবার হায়দরপাড়া স্পোর্টিং-এর থিম

শিলিগুড়ি: হাত বাড়িয়ে ডাক দিচ্ছে শৈশব। অথচ খাঁচা বন্দি শিশুরা। আজ জেন জি যুগের শিশুরা বাঁধাধরা ছকে আটকে পড়েছে । তাদের অবসর সময় কাটছে স্মার্টফোনে। আর খেলার মাঠগুলো পড়ে আছে ফাঁকা।

ঘরবন্দি থেকে থেকে শিশুদের মানসিক বিকাশও কমে যাচ্ছে । এই পরিস্থিতিকে পাল্টে দিতে দুর্গাপুজোর থিমকে হাতিয়ার করল শিলিগুড়ির হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবের পুজো। এবছর ৫৫ তম বর্ষে পদার্পণ করতে চলেছে তাদের পুজো। তাদের এবারের থিম -“বন্দী শৈশব”।

আরও পড়ুন- পুজো মণ্ডপের সেলফি জোনেই আসল মজা! কী হচ্ছে সেখানে? জানলে চমকে যাবেন

বর্তমান যুগে বাচ্চাদের মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাওয়া এবং অতীতে শৈশবজীবন কেমন ছিল তা তুলে ধরা হয়েছে। প্রায় কুড়ি লক্ষ টাকার বাজেটের এই পুজো এবার নজর কাড়ছে শহরবাসীর।

এই মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে একদম অন্যভাবে। মণ্ডপে একাধিক জায়গায় রয়েছে স্মার্টফোনের খাঁচা, তাতে বন্দি শৈশব। খাঁচা বন্দি শিশুদের বাইরের জীবনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা রকমের খেলনা। রয়েছে পাড়ার মাঠের ডাঙ্গুলি বা ফুটবল খেলার মুহূর্ত। তাদের ভাবনা সত্যি প্রশংসনীয়।

আরও পড়ুন- চাননি অভিনেত্রী হতে, মা মারধর করেই…! তারপরই জুটেছে অসহ্য নরকযন্ত্রণা, কে তিনি

পুজো কমিটির ধারণা, তাঁদের এমন থিম দেখতে উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়। চতুর্থী থেকেই লম্বা লাইন পরে গিয়েছে। পাশাপাশি এই থিম দেখে অভিভাবকরাও তাঁদের সন্তানকে আবার মাঠমুখী করতে উদ্যোগী হবেন বলে উদ্যোক্তারা আশা প্রকাশ করেছেন।

বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে অভিষেক প্রসাদ বলেন, ‘ বন্ধুর সঙ্গে ঘুরতে এসেছি হায়দার পাড়ার এই ক্লাবে খুবই সুন্দর। এই থিম সকলের পছন্দ হচ্ছে। বাচ্চা থেকে শুরু করে অভিভাবকদের একবার হলেও এখানে আসা উচিত। তাদের মণ্ডপ শয্যা এত সুন্দর হয়েছে যে সবাই খুব প্রশংসা করছে।

অনির্বাণ রায়