গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়

Malda News: গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে কলেজগুলিতে ফেল ৯৭ শতাংশ পড়ুয়া! কারণ জানলে চমকে ‌যাবেন!

মালদহ: নতুন শিক্ষানীতি চালুর প্রথম বছরেই ভরাডুবি গৌড়বঙ্গের কলেজগুলিতে। সম্প্রতি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলির প্রথম সেমিস্টারের ফল প্রকাশ হয়েছে। প্রায় ৯৭ শতাংশ পড়ুয়া ফেল করেছে। আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। নতুন শিক্ষানীতি তো রয়েছেই। ফল প্রকাশের পর কলেজগুলির পঠনপাঠন নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন কলেজ পড়ুয়ারা। ইতিমধ্যে ফল প্রকাশের পরেই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখিয়েছেন বিভিন্ন কলেজের পড়ুয়ারা। কলেজে কলেজে ডেপুটেশন দিচ্ছে পড়ুয়াদের একাংশ।

আরও পড়ুনঃ বড় খবর! একাদশের প্রথম সেমেস্টারের দিনক্ষণ জানিয়ে দিল সংসদ! কবে থেকে শুরু? জানুন

পড়ুয়াদের অভিযোগ, কলেজে নিয়মিত পঠন-পাঠন হয়না। পড়ুয়ারা কলেজে আসলেও নিয়মিত ক্লাস করান না অধ্যাপকদের একাংশ। এমনকী পড়ুয়ারা কলেজে আসলেও অধ্যাপকেরা কলেজে আসেন না‌। নিয়মিত কলেজে ক্লাস ও পঠন পাঠন না হওয়ায় এমন ফল হয়েছে বলে দাবি কলেজ গুলির প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের একাংশের। কলেজ অধ্যাপকদের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দিয়েছে ছাত্র-ছাত্রীরা। ছাত্রছাত্রীদের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে কলেজগুলির পঠন পাঠন ও ছাত্রছাত্রীদের অভিযোগের বিষয়গুলি খতিয়ে দেখতে ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করতে চলেছে, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার বিশ্বজিৎ দাস বলেন, ‘ছাত্রছাত্রীরা আমাদের কাছে বিভিন্ন অভিযোগ তুলেছে। অভিযোগগুলি আমরা উপাচার্যের কাছে জানিয়েছি। একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও সমস্ত কলেজগুলির অধ্যক্ষদের নিয়ে একটি বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ছাত্র-ছাত্রীদের অভিযোগ কতটা যুক্তিসঙ্গত, নাকি নতুন শিক্ষানীতির ফলে কোথাও কোন ত্রুটি রয়েছে এই সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখতে ইতিমধ্যে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় একটি কমিটি গঠন করেছে। এই কমিটির নাম দেওয়া হয়েছে রিভিজিট কমিটি। কলেজগুলির ফলাফল কেন এরকম হল, কোথায় কি সমস্যা রয়েছে? কলেজগুলির পরিকাঠামগত কোন সমস্যা রয়েছে কিনা, নিয়মিত পঠনপাঠন ক্লাস হচ্ছে কিনা এই সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখবে এই রিভিজিট কমিটি। এছাড়াও কলেজগুলির ছাত্র-ছাত্রীরা ডেপুটেশন দেওয়ার পর গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সমস্ত কলেজগুলির প্রিন্সিপাল, ভারপ্রাপ্ত প্রিন্সিপালদের নিয়ে একটি বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে। সেই বৈঠকে ও বিভিন্ন বিষয়ে আলোচনা করে, কোথায় কি সমস্যা তা খতিয়ে দেখার পর্যালোচনা করা হবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।

হরষিত সিংহ