বাঁধ মেরামতে গ্রামবাসীরা

Cyclone Remal: বৃষ্টি ভিজে নদীবাঁধ সারাচ্ছেন গ্রামবাসীরাই! ঘূর্ণিঝড়ের পরে ক্যানিং-গোসাবা-বাসন্তিতে একই ছবি

দক্ষিণ ২৪ পরগনা: ঝড় হোক বা বৃষ্টি, এই বাঁধ আঁকড়ে নিজেদেরকেই পড়ে থাকতে হয়। বারে বারে বাঁধ ভেঙে জমি বাড়িতে জল ঢুকে যায়। ভিটে মাটি আঁকড়ে ধরে বাঁচেন সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের মানুষরা।

আরও পড়ুন: মর্মান্তিক! ঘূর্ণিঝড়ের দাপটে মারণফাঁদ… মামাবাড়ি এসে খেলা করতে করতে প্রাণ গেল ১৩ বছরের কিশোরের

গোসাবার রাঙাবেলিয়াতে গতকাল, রবিবার রাতে রিমল ঘূর্ণিঝড়ের প্রভাবে সুন্দরবনে বিস্তীর্ণ এলাকায় প্রচুর গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার পাশাপাশি সুন্দরবনের বেশ কিছু এলাকায় নদীবাঁধে ফাটল ধরে গ্রামের মধ্যে জল ঢুকে পড়েছে। সেই মতো গোমর নদীবাঁধে বেশ কিছু জায়গায় ধস নামে। আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা।

সকাল থেকে সেই নদী বাঁধে প্লাস্টিক ও ত্রিপল দিয়ে বাঁধ মেরামতির কাজ শুরু করেছেন তাঁরা। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে গোসাবা পঞ্চায়েত সমিতির সভাপতি। কারণ সকাল থেকে সুন্দরবনের ক্যানিং, গোসাবা, বাসন্তী, কুলতলী এই সমস্ত এলাকায় ঝোড়ো হওয়ার সঙ্গে অনবরত বৃষ্টি পড়েই চলেছে। আর তাই যাতে নতুন করে জলস্তর বেড়ে নদীবাঁধ ভেঙে না যায়, তারই প্রস্তুতি চলছে। কারণ আয়লা, আমফানের সময় নিজেদের চোখের সামনে দেখতে হয়েছে বাঁধ ভেঙে জল ঢুকে গিয়েছিল। তাঁদের বাড়িঘর চাষের জমি সবকিছু একে একে নদী গর্ভে তলিয়ে যেতে দেখেছিলেন তাঁরা। তাই চোখে মুখে আতঙ্কের ছাপ নিয়েই বাঁধ সারানোর কাজে লেগে পড়েছেন নিজেরা।

সুমন সাহা