রূপনারায়ণেের জলের তোড়ে মেদিনীপুর থেকে ভেসে হাওড়ায়! উদ্ধার মহিলা

রূপনারায়ণের জলের তোড়ে ভেসে গেলেন মহিলা, তার পর যা হল শুনলে অবাক হয়ে যাবেন

হাওড়া: মেদিনীপুর থেকে নদীতে ভেসে হাওড়ায় উদ্ধার মহিলা! ডিভিসি ‘ র ছাড়া জলে ফুলে ফেঁপে উঠেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন নদীগুলি। মুণ্ডেশ্বরী, রূপনারায়ণ এবং দামোদরের জলস্তর বেড়ে হাওড়া হুগলী মেদিনীপুর-সহ বিভিন্ন জেলার বহু গ্রাম প্লাবিত।

এর ফলে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এরই মাঝে নদীতে ভেসে যাওয়া এক মহিলাকে উদ্ধার করে কার্যত নবজীবন দিলেন গ্রামীণ হাওড়ার শ্যামপুরের দুই যুবক ও শ্যামপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার শ্যামপুর থানার গোপীনাথপুর গ্রামের দুই যুবক রূপনারায়ণ নদীতে স্নান করতে গিয়েছিলেন। সেই সময় তাঁরা দেখতে পান, নদীতে এক মহিলা ভেসে যাচ্ছেন।

আরও পড়ুন- বঙ্গোপসাগরে ফের নতুন ‘অশনি’! ৪৮ ঘণ্টায় আবহাওয়ার বিরাট ভোলবদল…! কী হবে বাংলায়

তাঁরা এই দৃশ্য দেখামাত্র কোনও কিছুর তোয়াক্কা না করে ওই মহিলাকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন নদীর জলের স্রোতে। এর পরই খবর দেওয়া হয় শ্যামপুর থানায়।

শ্যামপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় মহিলাদের সহযোগিতায় ওই মহিলাকে ঝুমঝুমিতে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায়। ঘটনার আকস্মিকতায় রীতিমতো বাকরুদ্ধ হয়ে যান ওই মহিলা।

পুলিশ জানিয়েছে, মহিলার নাম মাধবী দাস। তিনি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার শ্রীপুর গ্রামের বাসিন্দা। জানা গিয়েছে, তিনি নদীতে কোনও কাজ করছিলেন। আচমকাই তিনি ভেসে যান।

আরও পড়ুন- সস্তায় ইলিশ-চিংড়ি-ভেটকি, শতাব্দী প্রাচীন বাংলার পাইকারি মাছ বাজার! কোথায়?

ওই মহিলার নাম ও পরিচয় জেনে শ্যামপুর থানার পুলিশ মেদিনীপুরের দাসপুর থানার মাধ্যমে মহিলার পরিবারের সঙ্গে যোগাযোগ করে। পরিবারের লোককে খবর দেওয়া হলে তাঁরা শ্যামপুর থানায় আসেন ও মহিলাকে স্বাভাবিক অবস্থায় পরিবারের হাতে তুলে দেয় শ্যামপুর থানার পুলিশ।

রাকেশ মাইতি