২০০টি গ্রাম দত্তক নিয়েছেন। মারাঠওয়াড়া অঞ্চলের ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে ২,৫০০টি জলের ট্যাঙ্কারও সরবরাহ করেছে। ২০১৯ সালে মহারাষ্ট্রের বন্যায় বিধ্বস্ত আরও একটি গ্রাম দত্তক নিয়েছেন। চেনেন কি সেই অভিনেতাকে?

Bollywood Actor: ২০০টি গ্রাম দত্তক নিয়েছেন, নিজে থাকেন এক কামরার ঘরে…! বলিউডের সুপারস্টারকে চেনেন?

২০০টি গ্রাম দত্তক নিয়েছেন। মারাঠওয়াড়া অঞ্চলের ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে ২,৫০০টি জলের ট্যাঙ্কারও সরবরাহ করেছে। ২০১৯ সালে মহারাষ্ট্রের বন্যায় বিধ্বস্ত আরও একটি গ্রাম দত্তক নিয়েছেন। চেনেন কি সেই অভিনেতাকে?
২০০টি গ্রাম দত্তক নিয়েছেন। মারাঠওয়াড়া অঞ্চলের ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে ২,৫০০টি জলের ট্যাঙ্কারও সরবরাহ করেছে। ২০১৯ সালে মহারাষ্ট্রের বন্যায় বিধ্বস্ত আরও একটি গ্রাম দত্তক নিয়েছেন। চেনেন কি সেই অভিনেতাকে?
নিজে থাকেন এক কামরার ঘরে। ওয়ান বিএইচকে ফ্ল্যাট। একটি লিভিং কাম ডাইনিং রুম রয়েছে। একটি এল-আকৃতির কাঠামোর মধ্যেই সবটা। ডাইনিং এবং লিভিং এরিয়া একটি ৪ ফুট কাচের পাঁচিল দিয়ে আলাদা করা। বেডরুম এবং বাথরুম রয়েছে। যার আয়তন ১৭০-১৯ বর্গফুট।
নিজে থাকেন এক কামরার ঘরে। ওয়ান বিএইচকে ফ্ল্যাট। একটি লিভিং কাম ডাইনিং রুম রয়েছে। একটি এল-আকৃতির কাঠামোর মধ্যেই সবটা। ডাইনিং এবং লিভিং এরিয়া একটি ৪ ফুট কাচের পাঁচিল দিয়ে আলাদা করা। বেডরুম এবং বাথরুম রয়েছে। যার আয়তন ১৭০-১৯ বর্গফুট।
কিন্তু নিজের উপার্জনের টাকা দিয়ে এনজিও বিয়িং হিউম্যান তৈরি করেছেন তিনি। এবার চিনতে পারলেন তো? তিনি সলমন খান। তাঁর এনজিও মহারাষ্ট্রের খরা কবলিত জেলাগুলির ২০০টি গ্রাম দত্তক নিয়েছে।
কিন্তু নিজের উপার্জনের টাকা দিয়ে এনজিও বিয়িং হিউম্যান তৈরি করেছেন তিনি। এবার চিনতে পারলেন তো? তিনি সলমন খান। তাঁর এনজিও মহারাষ্ট্রের খরা কবলিত জেলাগুলির ২০০টি গ্রাম দত্তক নিয়েছে।
শুধুমাত্র জনপ্রিয় অভিনেতা নন, সলমন এমন একজন তারকা, যিনি তাঁর ফাউন্ডেশনের মাধ্যমে অসংখ্য সামাজিক ঘটনায় মানুষের পাশে দাঁড়ান। ভারতে সুবিধাবঞ্চিতদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান করেন সলমন।
শুধুমাত্র জনপ্রিয় অভিনেতা নন, সলমন এমন একজন তারকা, যিনি তাঁর ফাউন্ডেশনের মাধ্যমে অসংখ্য সামাজিক ঘটনায় মানুষের পাশে দাঁড়ান। ভারতে সুবিধাবঞ্চিতদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান করেন সলমন।
সম্প্রতি রিয়েল এস্টেট প্রকল্পে বিনিয়োগ শুরু করেছেন সলমন। তাঁর সাম্প্রতিক ক্রয়ের মধ্যে একটি হল, সাগর রেশম প্রকল্পে অ্যাপার্টমেন্ট। এটি বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ড এবং মান্নাতের কাছাকাছিই এই বাড়িটি।
সম্প্রতি রিয়েল এস্টেট প্রকল্পে বিনিয়োগ শুরু করেছেন সলমন। তাঁর সাম্প্রতিক ক্রয়ের মধ্যে একটি হল, সাগর রেশম প্রকল্পে অ্যাপার্টমেন্ট। এটি বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ড এবং মান্নাতের কাছাকাছিই এই বাড়িটি।
এছাড়াও পানভেলে রয়েছে নিজের খামারবাড়ি। অতিমারির সময়ে অনেক অভিনেতা এবং অভিনেত্রীর পোস্টে দেখা গিয়েছিল, তাঁরা সেখানে গিয়ে সময় কাটাচ্ছেন।
এছাড়াও পানভেলে রয়েছে নিজের খামারবাড়ি। অতিমারির সময়ে অনেক অভিনেতা এবং অভিনেত্রীর পোস্টে দেখা গিয়েছিল, তাঁরা সেখানে গিয়ে সময় কাটাচ্ছেন।
এই সমস্ত কিছু সম্পত্তির অধিকারী হলেও নিজের বাসভবনে বিরাট বিলাসিতার প্রয়োজন বোধ করেন না তিনি। বরং নিজের উপার্জনের টাকা দিয়ে দুঃস্থদের সাহায্য করেন সলমন খান।
এই সমস্ত কিছু সম্পত্তির অধিকারী হলেও নিজের বাসভবনে বিরাট বিলাসিতার প্রয়োজন বোধ করেন না তিনি। বরং নিজের উপার্জনের টাকা দিয়ে দুঃস্থদের সাহায্য করেন সলমন খান।