সৌরভ, দ্রাবিড়ের সঙ্গে খেলা ক্রিকেটার এখন এসবিআই-এর কেরানি! এই ক্রিকেটার হারিয়ে যান অচিরেই

নয়াদিল্লি:  ভারতীয় ক্রিকেট দলে জায়গা পাওয়া সহজ নয়।  জায়গা পেলে সেটা ধরে রাখাও সমান কঠিন। প্রতি বছর অনেক নতুন মুখের অভিষেক হয়। কিন্তু তাঁদের মধ্যে মাত্র কয়েকজনই দলে ধারাবাহিক সুযোগ পান।

ভারতীয় ক্রিকেটে বর্তমানে প্রতিভার অভাব নেই। অ্যাসোসিয়েশন এবং বোর্ডগুলির পক্ষে প্রতিটি খেলোয়াড়কে সমান সুযোগ দেওয়া অসম্ভব হয়ে পড়েছে। ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার জ্ঞানেন্দ্র পান্ডের সঙ্গেও তেমনই কিছু ঘটেছিল। মাত্র দুটি ওয়ানডে ম্যাচে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার পরে নিখোঁজ হন তিনি।

আরও পড়ুন- বড় ধাক্কা দলের কাছে! আসন্ন প্রতিযোগিতায় খেলবেন না ৩ ভারতীয় তারকা

জ্ঞানেন্দ্র পান্ডের ১৯৯৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জার্সিতে অভিষেক হয়। মাত্র ২টি ওডিআই ম্যাচ খেলে দলের বাইরে চলে যান তিনি। তিনি পাকিস্তানের বিরুদ্ধে ২টি ওয়ানডেতে ৪ রান করেন। কোনও উইকেট পাননি। প্রাক্তন অলরাউন্ডার জ্ঞানেন্দ্র প্রথম শ্রেণি ও লিস্ট এ ক্রিকেটে ১৯৯টি ম্যাচ খেলেছেন। ২৫৪টি উইকেট নিয়েছেন।

৯৭টি রঞ্জি ট্রফি ম্যাচে পান্ডে ৪৪২৫ রান করেছেন এবং ১৪৮টি উইকেট নিয়েছেন। একজন অলরাউন্ডার হিসেবে ঘরোয়া ক্রিকেটে তিনি জনপ্রিয় ছিলেন। ১৯৯৯ সালে পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারতের ত্রিদেশীয় সিরিজে সুযোগ পান তিনি।

এক সাক্ষাৎকারে জ্ঞানেন্দ্র পান্ডে বলেন, সেবার দলীপ ট্রফির ফাইনালে আমি ৮৮ রান করেছিলাম এবং তিন উইকেট নিয়েছিলাম। দেওধর ট্রফিতে আমার অসাধারণ পারফরম্যান্স ছিল। নর্থ জোনে ছিলেন বিক্রম রাঠোর, বীরেন্দ্র শেহবাগ এবং নভজ্যোত সিধু। আমি পাঁচ উইকেট নিয়ে অপরাজিত ২৩ রান করেছিলাম। ওয়েস্ট জোনের বিপক্ষে ৮৯ রান করেছিলাম। চ্যালেঞ্জার ট্রফিতে রবিন সিংকে আউট করেছি। ভারতীয় A-এর হয়ে দুটি উইকেট নিয়েছিলাম। তার পর ভারতীয় দল থেকে ডাক পেয়েছিলাম।

আরও পড়ুন- নাতাশাকে নিয়ে চাঞ্চল্যকর দাবি প্রাক্তন বয়ফ্রেন্ডের! বিয়ে, ডিভোর্সের মাঝে জল্পনা

ড্রেসিংরুমে রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহম্মদ আজহারউদ্দিন এবং বীরেন্দ্র শেহবাগের মতো কিংবদন্তিদের সাথে সময় কাটানোর সুযোগ পেয়েছিলেন জ্ঞানেন্দ্র পান্ডে। কিন্তু অচিরেই দল থেকে বাদ পড়েন তিনি।

পান্ডে আবার ভারতের হয়ে ১৯৯৯ সালের টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে পারতেন। কিন্তু বিসিসিআইয়ের তৎকালীন সচিব জয়বন্ত লেলে তাঁর নির্বাচন অনুমোদন করেননি বলে জানা যায়।

উল্লেখ্য, জ্ঞানেন্দ্র পান্ডে এখন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পিআর এজেন্ট হিসাবে কাজ করেন৷