মা হাসপাতালে! কেকেআরের ক্রিকেটার তবু নামলেন মাঠে, একেই বলে লড়াই!

কলকাতা: আফগানিস্তানের উইকেটকিপার-ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ প্লে-অফে ভাল পারফর্ম করেছেন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল প্লে অফে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথাই ছিল না তাঁর!

অসুস্থ মাকে হাসপাতালে রেখে এসেছিলেন তিনি। গুরবাজ জানান, তিনি এই দলটিকেও তাঁর পরিবার মতো মনে করেন। এদিন ২টি ক্যাচ নেওয়া ছাড়াও ১৪ বলে ২৩ রান করে কেকেআরের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। ইংল্যান্ডের ফিল সল্টের জায়গায় দলে আসেন তিনি। কেকেআর এদিন সানরাইজার্সকে আট উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে।

আরও পড়ুন- স্টার্ক ঝড়ে দিশাহারা হায়দরাবাদের ব্যাটিং, বোঝালেন কেন তিনি এত দামি

ম্যাচের পর রহমানুল্লাহ গুরবাজ বলেন, ‘একজন ক্রিকেটারের সবসময় জানা উচিত তাকে কী করতে হবে! খুব কম ক্রিকেটারই লিগ ক্রিকেটে খেলতে পারে। সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়া উচিত। সুযোগ না পেলেও সবসময় প্রস্তুত থাকতে হবে। আমার মা এখনও অসুস্থ। আমি সেখানে গিয়েছিলাম। এখান থেকে ফোন পাই। জানতে পারি, ফিল সল্ট যাচ্ছে।

গুরবাজ বলেন, আমাকে দলের দরকার বলে জানানো হয়। আমি বললাম, ঠিক আছে আমি আসছি। আমার মা হাসপাতালে। আমি মায়ের সাথে প্রতিনিয়ত কথা বলছি। তবে এই দলটাও আমার পরিবার।

গুরবাজ বলেছেন, কেকেআর টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল। টসে জিতে সানরাইজার্সের অধিনায়ক প্যাট কামিন্সের ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়।

আরও পড়ুন- KKR vs SRH:কেকেআরের সামনে ধসে গেল হায়দরাবাদের গর্বের ব্যাটিং,কলকাতার টার্গেট ১৬০

তিনি আরও বলেন, আমরা ভাল বোলিং করেছি। সানরাইজার্সের মতো দলকে ১৬০ রানে আটকে রাখা একটি বড় বিষয় ছিল।’ তিনি বলেছিলেন, আফগানিস্তানের খেলোয়াড়দের চোখ আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে। কারণ দেশের হয়ে খেলাটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

কলকাতা নাইট রাইডার্স তৃতীয় আইপিএল ট্রফি জেতার সামনে। মিচেল স্টার্কের নেতৃত্বে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের পর কলকাতা নাইট রাইডার্স ব্যাটিংয়েও ভাল পারফর্ম করেছে। সানরাইজার্স হায়দরাবাদকে ৩৮ বল বাকি থাকতে আট উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে কেকেআর।