নবনীতা গুপ্ত

Siliguri News: দিদিমণি নন শুধু! দুঃস্থ, মেধাবী পড়ুয়াদের আলো তিনিই!… পাচ্ছেন ‘শিক্ষারত্ন’

শিলিগুড়ি: শিক্ষকতার চেনা ছকের বাইরে বেরিয়ে তিনি দাঁড়িয়েছেন মেধাবী দুঃস্থদের পাশে। কখনও আর্থিক সাহায্য নিয়ে, কখনও বা অন্য কোনওভাবে। নিরলস প্রচেষ্টার স্বীকৃতি পেলেন শিলিগুড়ি নেতাজি গার্লস হাইস্কুলের শিক্ষিকা নবনীতা গুপ্ত। তাঁকে ‘শিক্ষারত্ন’ সম্মান দিতে চলেছে রাজ্য সরকার। নবনীতা বলছেন, ‘২০ বছরেরও বেশি সময় ধরে পড়ুয়াদের জন্য কাজ করছি। এই লক্ষ্যেই ভবিষ্যতে এগোতে চাই।’

শিলিগুড়ির অরবিন্দপল্লির বাসিন্দা নবনীতা গুপ্ত ২০ বছরেরও বেশি সময় ধরে নেতাজি গার্লস হাইস্কুলে শিক্ষকতা করছেন। করোনাকালে ডিজিটাল মাধ্যমে নিজের স্কুলের পাশাপাশি ইসলামপুর সহ বিভিন্ন জায়গার পড়ুয়াদের পড়ানো শুরু করেন।

আরও পড়ুন- চশমা পরার দিন শেষ! পুজোর সময়েই আসছে নতুন আই ড্রপ, কারা কিনতে পারবেন?

নেতাজি গার্লস হাইস্কুলের মাধ্যমিকে সর্বোচ্চ নম্বরপ্রাপককে আর্থিক পুরস্কারও দেন নবনীতা। ভূগোলের এই শিক্ষিকা বিনামূল্যে পড়াচ্ছেন
বহু ছাত্রছাত্রীকে। পড়ুয়াদের সুবিধার জন্য নতুন সিলেবাসের একাদশ শ্রেণির পরিবেশবিদ্যার ওপর বই লিখেছেন তিনি। নবনীতা গুপ্তর কথায়, ১৯৯৪ সালে আমার শিক্ষকতা জীবনের শুরু হয়। আজ নেতাজি গার্লস স্কুলের বড় হওয়ার পেছনে অনেক পরিশ্রম রয়েছে আমার। আমি শুধু পড়াই না। ছাত্রছাত্রীদের সঙ্গে আমার যোগাযোগ সবসময় রয়েছে। বন্ধুর মতো করেই তাদের সঙ্গে মিশি ফলে তারাও আমাকে ভীষণ পছন্দ করে।

আরও পড়ুন- বিল পাসেই কি ধরা পড়বে ধর্ষক? কতটা সুরক্ষিত হল মেয়েরা? জানুন ‘অপরাজিতা’ ইতিবৃত্ত

করোনার সময় পড়ুয়াদের পঠনপাঠন চালিয়ে যাওয়ার জন্য নানা উদ্যোগ নেন নবনীতা । শুধু শিলিগুড়ি বা উত্তরবঙ্গ নয় তাঁর উপর ভরসা রেখেছিল গোটা রাজ্যের বহু পড়ুয়া । নবনীতা গুপ্ত জানান, পড়ুয়াদের জন্যই দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন। ভবিষ্যতে আরও অনেক পড়ুয়ার পাশে দাঁড়াবেন বলে আশা করছেন। কেবল নিজের স্কুলের পড়ুয়াদের কথাই নয়, ভেবেছেন অন্যান্য স্কুলের পড়ুয়াদের পড়াশোনার ব্যাপারেও। পড়ুয়ারা যাতে পড়াশোনায় পিছিয়ে না পড়ে বা মাঝপথে পড়াশোনা আটকে না যায় সেজন্য দীর্ঘ কয়েক বছর ধরে দুঃস্থ মেধাবী পড়ুয়াদের আর্থিক সাহায্য সহ শিক্ষা সামগ্রী দিচ্ছেন তিনি।

অনির্বাণ রায়