এরপর চতুর্থস্থান নিয়েই চলছে জোর টক্কর। ১২ ম্যাচে ৬ জয়, ১২ পয়েন্ট নিয়ে রানরেটের বিচারে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে চেন্নাই, পঞ্চম স্থানে রয়েছে দিল্লি, ষষ্ঠ স্থানে রয়েছে লখনউ। ফলে আগামী ২টি ম্যাচ জিততে পারলে তিনটি দলের কাছেই সুযোগ রয়েছে প্লেঅফে যাওয়ার।

এবার আইপিএল চ্যাম্পিয়ন কোন দল? জানলে অবাক হবেন, সব হিসেব মিলে যাচ্ছে!

এবার আইপিএল চ্যাম্পিয়ন হবে কোন দল! অনেকেই হয়তো বলবেন, এখনকার পরিস্থিতি অনুযায়ী, রাজস্থান রয়্যালস দৌড়ে সবার আগে। কিন্তু আমরা যদি বলি, হিসেব বলছে, এবার কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি!
এবার আইপিএল চ্যাম্পিয়ন হবে কোন দল! অনেকেই হয়তো বলবেন, এখনকার পরিস্থিতি অনুযায়ী, রাজস্থান রয়্যালস দৌড়ে সবার আগে। কিন্তু আমরা যদি বলি, হিসেব বলছে, এবার কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি!
২০১৪ সালের পর আর আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেন কেকেআর। তবে এবার দলে নতুন মেন্টর এসেছেন। গৌতম গম্ভীর। তিনি আসার পর থেকে কেকেআরের খোলনলচে বদলে গিয়েছে অনেকটাই।
২০১৪ সালের পর আর আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেন কেকেআর। তবে এবার দলে নতুন মেন্টর এসেছেন। গৌতম গম্ভীর। তিনি আসার পর থেকে কেকেআরের খোলনলচে বদলে গিয়েছে অনেকটাই।
পয়েন্ট তালিকার নিরিখে এবার কেকেআরের প্লে অফ খেলা প্রায় নিশ্চিত। ১০টি ম্যাচ খেলে সাতটি জিতেছে কেকেআর।
পয়েন্ট তালিকার নিরিখে এবার কেকেআরের প্লে অফ খেলা প্রায় নিশ্চিত। ১০টি ম্যাচ খেলে সাতটি জিতেছে কেকেআর।
২০১২ সালে প্রথমবার কেকেআর আইপিএল খেতাব জেতে। সেবারের সঙ্গে এবারও কিছু হিসেব মিলে যাচ্ছেয দেখে নেওয়া যাক সেই হিসেব!
২০১২ সালে প্রথমবার কেকেআর আইপিএল খেতাব জেতে। সেবারের সঙ্গে এবারও কিছু হিসেব মিলে যাচ্ছেয এবার। দেখে নেওয়া যাক সেই হিসেব!
২০১২ সালের আগের বছর অর্থাৎ ২০১১ সালে সিএসকে খেতাব জিতেছিল। এবারও সেই হিসেব মিলছে। গতবারের চ্যাম্পিয়ন সিএসকে।
২০১২ সালের আগের বছর অর্থাৎ ২০১১ সালে সিএসকে খেতাব জিতেছিল। এবারও সেই হিসেব মিলছে। গতবারের চ্যাম্পিয়ন সিএসকে।
২০১২ সালে আইপিএল ফাইনাল হয়েছিল চিপকে। এবারও সেখানেই ফাইনাল হওয়ার সম্ভাবনা প্রবল।
২০১২ সালে আইপিএল ফাইনাল হয়েছিল চিপকে। এবারও সেখানেই ফাইনাল হওয়ার সম্ভাবনা প্রবল।
২০১২ সালে কেকেআর মুম্বইকে তাদের ঘরের মাঠে হারিয়েছিল, এবারও তাই হয়েছে। মুম্বইকে ২৪ রানে হারিয়েছে কেকেআর।
২০১২ সালে কেকেআর মুম্বইকে তাদের ঘরের মাঠে হারিয়েছিল, এবারও তাই হয়েছে। মুম্বইকে ২৪ রানে হারিয়েছে কেকেআর।
সব থেকে বড় ফ্যাক্টর গৌতম গম্ভীর। তিনি ছিলেন কেকেআরের ২০১২ সালের দলে। এবারও তিনি কেকেআরে ফিরেছেন। তবে অন্য ভূমিকায়।
সব থেকে বড় ফ্যাক্টর গৌতম গম্ভীর। তিনি ছিলেন কেকেআরের ২০১২ সালের দলে। এবারও তিনি কেকেআরে ফিরেছেন। তবে অন্য ভূমিকায়।