'ডবল' গজকেশরী রাজযোগে সোনায় সোহাগা...! টাকার পাহাড়ে 'এই' ৩ রাশি, বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, কাদের লাগবে লটারি? চাকরি-ব্যবসায় বিরাট আয়-উন্নতি

Guru Purnima 2024: গুরু পূর্ণিমায় দুর্লভ রাজযোগ…! বৃহস্পতি তুঙ্গে, দেবগুরুর কৃপায় ত্রিভুবন কাঁপাবে ২ রাশি, ফুলে-ফেঁপে উঠবে সৌভাগ্য, টাকার পাহাড়ে চড়বেন

হিন্দুধর্মে গুরু পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে৷ প্রতি বছর আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা উৎসব পালিত হয়৷ চলতি বছর ২১ জুলাই গুরু পূর্ণিমা উৎসব৷ এই দিনটি গুরুকে উৎসর্গ করা হয়৷
হিন্দুধর্মে গুরু পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে৷ প্রতি বছর আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা উৎসব পালিত হয়৷ চলতি বছর ২১ জুলাই গুরু পূর্ণিমা উৎসব৷ এই দিনটি গুরুকে উৎসর্গ করা হয়৷
চলতি বছরে গুরু পূর্ণিমার দিন একাধিক বিরল যোগ তৈরি হচ্ছে৷ সর্বার্থ সিদ্ধি যোগের মতো শুভ যোগ গঠিত হয়েছে গুরু পূর্ণিমায়৷ এদিন আষাঢ় পূর্ণিমায় স্নান ও দানও হবে।
চলতি বছরে গুরু পূর্ণিমার দিন একাধিক বিরল যোগ তৈরি হচ্ছে৷ সর্বার্থ সিদ্ধি যোগের মতো শুভ যোগ গঠিত হয়েছে গুরু পূর্ণিমায়৷ এদিন আষাঢ় পূর্ণিমায় স্নান ও দানও হবে।
আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি, উত্তরাষাঢ় নক্ষত্র, বিশকম্ভ যোগ, বাব করণ, পশ্চিমের দিশাসুল, রবিবার এবং ধনু চন্দ্র। গুরু পূর্ণিমা উপলক্ষে, সকাল ০৫:৩৭ থেকে সর্বার্থ সিদ্ধি যোগ গঠিত হবে৷
আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি, উত্তরাষাঢ় নক্ষত্র, বিশকম্ভ যোগ, বাব করণ, পশ্চিমের দিশাসুল, রবিবার এবং ধনু চন্দ্র। গুরু পূর্ণিমা উপলক্ষে, সকাল ০৫:৩৭ থেকে সর্বার্থ সিদ্ধি যোগ গঠিত হবে৷
গুরু পূর্ণিমার দিন গ্রহ ও নক্ষত্রের দুর্দান্ত মিলন ঘটতে চলেছে৷ যার কারণ বেশ কিছু রাশির জাতক-জাতিকারা দারুণ ফল পেতে চলেছে৷ গুরু পূর্ণিমায় কাদের ভাগ্যের চাকা ঘুরছে, জেনে নিন আপনিও আছেন কিনা সেই তালিকায়৷
গুরু পূর্ণিমার দিন গ্রহ ও নক্ষত্রের দুর্দান্ত মিলন ঘটতে চলেছে৷ যার কারণ বেশ কিছু রাশির জাতক-জাতিকারা দারুণ ফল পেতে চলেছে৷ গুরু পূর্ণিমায় কাদের ভাগ্যের চাকা ঘুরছে, জেনে নিন আপনিও আছেন কিনা সেই তালিকায়৷
গুরু পূর্ণিমার দিনেই শুক্রাদিত্য রাজযোগ গঠিক হচ্ছে, পাশাপাশি শশ মহাপুরুষ রাজযোগে কপাল খুলছে ৷ এছাড়াও বৃষ রাশিতে বৃহস্পতি থাকার কারণে কুবের রাজযোগও সৃষ্টি হচ্ছে৷ এছাড়াও সূর্য-শনি ষড়ষ্টক যোগ সৃষ্টি করছে৷
গুরু পূর্ণিমার দিনেই শুক্রাদিত্য রাজযোগ গঠিক হচ্ছে, পাশাপাশি শশ মহাপুরুষ রাজযোগে কপাল খুলছে ৷ এছাড়াও বৃষ রাশিতে বৃহস্পতি থাকার কারণে কুবের রাজযোগও সৃষ্টি হচ্ছে৷ এছাড়াও সূর্য-শনি ষড়ষ্টক যোগ সৃষ্টি করছে৷
বৃষ রাশি: বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য গুরু পূর্ণিমার দিনটি খুবই শুভ৷ মঙ্গল ও বৃহস্পতি এই রাশির উর্ধ্বমুখী ঘরে অবস্থান করছে৷ চাকরিজীবীদের জন্য ভাল সময়। নতুন সুযোগ পেতে পারেন। নতুন সম্পত্তি ও যানবাহন কেনার স্বপ্নপূরণ হতে পারে। বাবা ও মায়ের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। দাম্পত্য জীবনে সুখের সময়। ধারের টাকা ফেরত পেতে পারেন।
বৃষ রাশি: বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য গুরু পূর্ণিমার দিনটি খুবই শুভ৷ মঙ্গল ও বৃহস্পতি এই রাশির উর্ধ্বমুখী ঘরে অবস্থান করছে৷ চাকরিজীবীদের জন্য ভাল সময়। নতুন সুযোগ পেতে পারেন। নতুন সম্পত্তি ও যানবাহন কেনার স্বপ্নপূরণ হতে পারে। বাবা ও মায়ের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। দাম্পত্য জীবনে সুখের সময়। ধারের টাকা ফেরত পেতে পারেন।
তুলা রাশি: গুরু পূর্ণিমার দিন তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য খুবই ভাল যাবে। এই রাশিতে বুধ গ্রহ উর্ধ্বমুখী ঘরে অবস্থান করছে৷ যার ফলে সব কাজেই সাফল্য পাবেন। সমাজে সম্মান বাড়বে। কাজের জায়গায় সুবিধা পাবেন, প্রশংসা পাবেন। ব্যবসায়ীদের জন্যও সময়টা লাভ। প্রচুর লাভ পাবেন, বিনিয়োগে ভাল রিটার্ন পাবেন।
তুলা রাশি: গুরু পূর্ণিমার দিন তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য খুবই ভাল যাবে। এই রাশিতে বুধ গ্রহ উর্ধ্বমুখী ঘরে অবস্থান করছে৷ যার ফলে সব কাজেই সাফল্য পাবেন। সমাজে সম্মান বাড়বে। কাজের জায়গায় সুবিধা পাবেন, প্রশংসা পাবেন। ব্যবসায়ীদের জন্যও সময়টা লাভ। প্রচুর লাভ পাবেন, বিনিয়োগে ভাল রিটার্ন পাবেন।