সভা মঞ্চে বক্তব্য রাখছেন সাংসদ ইউসুফ পাঠান 

Yusuf Pathan: ‘আমি নিখোঁজ নই…’, বহরমপুর এসেই বললেন ইউসুফ, দায়বদ্ধতার কথা তৃণমূল সাংসদের মুখে

বহরমপুর: বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন তৃণমূলের প্রার্থী ছিলেন ইউসুফ পাঠান। সাংসদ হওয়ার পরেই দীর্ঘ দেড় মাস পর বহরমপুর লোকসভা কেন্দ্রে পা রাখলেন সাংসদ ইউসুফ। বহরমপুর থেকে বড়ঞা থেকে কান্দি সর্বত্র সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করতে দেখা যায় এই প্রাক্তন ক্রিকেটার সাংসদ ইউসুফ পাঠানকে। কান্দির লিচুতলা মোড়ে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে তাঁকে সম্বর্ধনা জানানো হয়।

৪ জুন লোকসভা নির্বাচনের গণনা হতেই বহরমপুর ত্যাগ করেছিলেন। তারপর বিরোধীরা কটাক্ষ করেছিলেন ইউসুফকে আর আগামী দিনে দেখা যাবে না। কিন্তু সমস্ত কথার জবাব দিয়েই তিনি দেড় মাসের মাথায় আবারও বহরমপুরে এসে হাজির হন। ২৫ জুন সংসদে শপথ নেন। এর পর তিনি ইংল্যান্ডে চলে যান সেলিব্রিটি ক্রিকেট লিগ খেলতে। পাকিস্তানকে হারিয়ে ‘লেজেন্ডস টি-টোয়েন্টি বিশ্বকাপ’ চ্যাম্পিয়নও হয়েছে ভারত। সেই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন পাঠান। তাঁর ব্যাট থেকেই এসেছিল ৩০ রানের ঝকঝকে ইনিংস মাত্র ১৬ বলে। এরপর তিনি বহরমপুরে ফিরেছেন। তৃণমূলের ২১ জুলাইয়ের সভায় তাঁর যোগ দেওয়ার কথা।

আরও পড়ুন: বাজারে কত টাকা নিয়ে যাবেন, আলু-পেঁয়াজ সবই তো আগুন ঝরাচ্ছে

আরও পড়ুন: দ্বাদশ শ্রেণির পর পশু চিকিৎসার ওষুধ বিশেষজ্ঞের পড়াশোনার সুযোগ! অনলাইনে ভর্তির আবেদন

বহরমপুরে মানুষকে আগেই কথা দিয়েছিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রে তিনি গড়ে তুলবেন স্পোর্টস কমপ্লেক্স ।আর সেই কথা আবারও তিনি জানালেন, আগামী দিনে বহরমপুর লোকসভাতে গড়ে তোলা হবে যুবক-যুবতীদের কথা মাথায় রেখে নতুন অত্যাধুনিক মানের স্পোর্টস কমপ্লেক্স। পাশাপাশি বহরমপুরে তিনি ঘর নেবেন বলে জানিয়েছেন। ইউসুফ  কথায়, ‘‘আমি নিখোঁজ নই। আগেই বলেছিলাম, আমি যেমন রাজনীতিতে দায়বদ্ধ, তেমনই পরিবারের প্রতিও দায়বদ্ধ। ঠিক তেমনই খেলার প্রতিও দায়বদ্ধ। আমি খেলে এত বড় হয়েছি। তবে এখানকার সাধারণ মানুষের জন্য কাজ করার আছে। এখানকার মানুষের কাজ আটকে যেত দেব না।’’

টানা পাঁচবারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করে বহরমপুরে ঘাসফুল ফুটিয়েছেন ইউসুফ পাঠান। আগামী পাঁচ বছরে একাধিক উন্নয়নসহ একগুচ্ছ কর্মসূচি ধীরে ধীরে গ্রহণ করবেন বলেও জানিয়েছেন সাংসদ।

কৌশিক অধিকারী