বারুইপুর, মালদহ, মুর্শিদাবাদ এবং নদিয়া অন্যতম। তবে, আঁটির লিচু অর্থাৎ দেশীয় প্রজাতির টক মিষ্টি লিচুই বেশি প্রচলিত স্থানীয় বাজারে। এরপরেই বোম্বাই লিচুর স্থান।

Litchi Cultivation: ‘ফলের রাজা’-কে কড়া টেক্কা! আমের ঘাটতি কি পূরণ করবে লিচু? রেকর্ড ফলনের সম্ভাবনা

মালদহ: ফলন ভাল হওয়ার সম্ভবনা রয়েছে। শুধুমাত্র এখন প্রয়োজন সঠিক পরিচর্যা। তবে এবার রেকর্ড ফলনের সম্ভাবনা রয়েছে লিচুর। আমের ফলন না হলেও এবার মালদহের লিচুর ফলনে রেকর্ড ছড়াতে পারে। কারণ চলতি মরশুমে আবহাওয়া লিচু চাষের পক্ষে অনুকূল।

তবে বর্তমানে মালদহ জেলা জুড়ে টানা গ্রীষ্মের দাবদাহ চলছে। এই সময় বাগানে লিচু পরিপূর্ণ হয়ে আসছে। এই সময় বৃষ্টিপাত না হলে লিচু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাতে লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি লিচুর বোটায় পোকার আক্রমণ পর্যন্ত হতে পারে। তাই লিচু পেকে যাওয়ার ঠিক আগে সঠিক পদ্ধতিতে লিচু গাছ পরিচর্যা করার পরামর্শ দিচ্ছেন জেলা উদ্যান পালন দফতরের কর্তারা।

আরও পড়ুন-  অসহ্য নরকযন্ত্রণা! বিছানা ছেড়ে উঠতেই পারতেন না…! দিনে ৩০টি করে ওষুধ খেতেন এই নায়িকা, মনে হয়েছিল জীবনটাই শেষ, তারপর…

এই সময়ে সঠিক পরিচর্যা করতে পারলে লিচু চাষিরা লাভবান হবেন। কি এই পরিচর্যা?জেলা উদ্যান পালন দফতরের আধিকারিক সামন্ত লায়েক বলছেন, পর্যাপ্ত বৃষ্টিপাত না হলে এই সময় লিচু গাছের গোড়ায় জল দিতে হবে নিয়মিত। তাহলে লিচু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। বৃষ্টিপাতের অভাবে লিচুর বোটা কীট পতঙ্গের আক্রমণ হয় এই সময়। যদি কোনও বাগানে পোকার উপদ্রব বৃদ্ধি পায় তবে কৃষকদের এই সময় অনুখাদ্য প্রয়োগ করতে হবে বাগানে। সঙ্গে নিম তেল প্রয়োগ করলে বাগানের পক্ষে খুবই ভাল। উদ্যান ফলন দফতরের আধিকারিক সামন্ত বলেন, এই বছর রেকর্ড পালনের সম্ভাবনা রয়েছে। আর প্রায় দুই সপ্তাহ পর লিচু পাকতে শুরু করবে। এই সময় গাছের পরিচর্যা প্রয়োজন।

আরও পড়ুন-     শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

মালদহ জেলায় প্রায় ১৫৩৩ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে এই মরশুমে। জেলার কালিয়াচক তিনটি ব্লকের সবচেয়ে বেশি লিচু চাষ হয়ে থাকে। এছাড়াও রতুয়া, মানিকচক ও ইংরেজবাজার ব্লকে লিচু চাষ হয়। গত বছর মালদহ জেলায় লিচুর ফলন হয়েছিল ১৪ হাজার মেট্রিক টন। এই বছর আবহাওয়া অনুকুল রয়েছে লিচু চাষের পক্ষে। তাই এবার রেকর্ড ফলনের সম্ভাবনা রয়েছে বলে দাবি করছেন জেলা উদ্যান পালন দফতরের কর্তারা। তবে সমস্তটাই নির্ভর করছে আবহাওয়ার উপর। প্রাকৃতিক বিপর্যয় হলে আবার ক্ষতি হতে পারে লিচু চাষের।

হরষিত সিংহ