নিখোঁজদের খোঁজে এ দিন সকাল থেকে তল্লাশি শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী৷

Asansol rain tragedy: আসানসোলেই জলের তোড়ে ভেসে গিয়ে তিন জনের মৃত্যু! সেতু, পথ ছাপিয়ে বইছে নদী

দীপক শর্মা, আসানসোল: জলের স্রোতে ভেসে গিয়ে আসানসোলে একই দিনে আসানসোলে মৃত্যু হল তিন জনের৷ শুক্রবার রাতেই আসানসোলের কল্যাণপুরে নুনিয়া নদীর উপরে সেতু পেরোতে গিয়ে চালক সমেত ভেসে গিয়েছিল একটি গাড়ি৷ ওই দুর্ঘটনায় মৃত্যু হয় কোল ইন্ডিয়ার এক আধিকারিকের৷ এ দিন সকালে চঞ্চল বিশ্বাস নামে ওই আধিকারিকের দেহ উদ্ধার হয়৷

এ দিন সকালে আরও দুটি মৃতদেহ উদ্ধার হয় আসানসোলে৷ এর মধ্যে একজন আসানসোল কোলিয়ারির কর্মী৷ শুক্রবার কাজে যাওয়ার সময় মোটরসাইকেল সমেত জলে তলিয়ে যান ৩৯ বছর বয়সি গৌরাঙ্গ রায়৷ এ দিন সকালে তাঁর দেহ উদ্ধার হয়৷

আরও পড়ুন: জলের তোড়ে ভেসে গেল চালক সমেত গাড়ি, আসানসোলে অসহায়ের মত দেখলেন মানুষ! দেখুন ভিডিও

আরও একটি দুর্ঘটনায় জলের পাইপের উপর দিয়ে নদী পার হতে গিয়ে মৃত্যু হয় ৩০ বছর বয়সি রোহিত রায় নামে এক যুবকের৷ তিনি আসানসোলেরই রেলপার এলাকার ডিপুপাড়ার বাসিন্দা৷ ওই যুবকেরও দেহ এ দিন সকালে উদ্ধার হয়৷

গত বৃহস্পতিবার রাত থেকে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির মতো পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে শুরু হয়েছে একটানা বৃষ্টি৷ তার উপর ডিভিসি থেকেও জল ছাড়া হচ্ছে৷ যার ফলে আসানসোল শহরকে ঘিরে থাকা নদীগুলির জলস্তর বেড়ে গিয়েছে৷ অনেক জায়গাতেই সেতু, রাস্তার উপর দিয়ে প্রবল স্রোতে বয়ে চলেছে নদীর জল৷ ঝুঁকি নিয়ে সেই পথ পেরোতে গিয়েই ঘটছে মারাত্মক বিপদ৷