ছবি হাতে নিখোঁজদের পরিবার 

Malda News: ভোটের মাঝেই নিখোঁজ মালদহের ৩ পরিযায়ী শ্রমিক! খুঁজে পেতে মরিয়া পরিবার

মালদহ: পৃথক তিন প্রান্তে শ্রমিকের কাজে গিয়ে নিখোঁজ মালদহের তিন পরিযায়ী শ্রমিক। শ্রমিকদের কোন খোঁজ না পেয়ে দুশ্চিন্তায় পরিবারের সদস্যরা। কি করবে বুঝে উঠতে পারছেনা নিখোঁজ তিন শ্রমিকের পরিবার। ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে মালদহে। উত্তর প্রদেশের কানপুর, দিল্লি এবং বিহারের পাটনায় কাজে গিয়ে সন্ধান নেই মালদহের তিন যুবকের।

জানা গিয়েছে, মালদহের ইংরেজবাজার ব্লকের যদুপুর দুই নম্বর পঞ্চায়েতের রায় পাড়া এলাকার বাসিন্দা শিবাই রায় ভিন রাজ্যে পাড়ি দেয় শ্রমিকের কাজে। গত ১৫ দিন আগে বিহারের পাটনায় কাজে গিয়েছিলেন তিনি। পরিবারের দাবি সেখানে কাজ করার সময় তার মোবাইল ফোন হারিয়ে যায়। এরপর টাকা ধার করে গত শনিবার সকালে বাড়ি ফিরে আসার কথা। কিন্তু যেখানে একদিনে বাড়ি পৌঁছে যাওয়ার কথা সেখানে চার দিন কেটে গেলেও এখনো খোঁজ নেই শিবাই রায়ের।

এই নিয়ে দুশ্চিন্তায় গোটা পরিবার। পুলিশের দারস্থ হয়েছে পরিবার।মা ঋতুকা রায় বলেন,”জানতে পারি আমার ছেলের মোবাইল হারিয়ে যায়। টাকা ধার করে বাড়ি ফেরার কথা। কিন্তু এখনও পর্যন্ত বাড়ি ফিরে আসেনি চার দিন কেটে গেল। কোথায় আছে কি হল ছেলের কিছুই জানতে পারছি না।”

অন্যদিকে একই রকম ভাবে মালদহের মানিকচক ব্লকের ধরমপুর এলাকার বাসিন্দা ইন্দ্রনীল ঝা উত্তর প্রদেশের কানপুরে কাজে যায়। ইন্ডিয়ান অয়েলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করত সে। ১৯ এপ্রিল ১০ দিনের ছুটি নিয়ে বাড়ি ফিরে আসার কথা তার। কানপুরের গঙ্গাঘাট বাস স্ট্যান্ডে নেমে টোটোতে করে রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছিল ওই যুবক। সেই সময় মায়ের সাথে শেষ কথা হয়েছিল তারপর থেকে নিখোঁজ ওই যুবক।

আরও পড়ুনঃ Team India: আবেদনের সময় শেষ, ঠিক হল টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ? কী জানাচ্ছে বিসিসিআই

পরিবারের সদস্যকে ফিরে পেতে সেখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে সেই রকম ভাবে সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ। নিখোঁজ যুবকের মা জয়শ্রী ঝাঁ বলেন,”দশ দিনের ছুটি নিয়েছিলে বাড়িতে ফিরছিল। গাড়িতে ওঠার সময় ও ছেলের সঙ্গে কথা হয়। তারপর থেকে আর ছেলের কোন খোঁজ মিলছে না এখনো ছেলে বাড়ি এসে পৌঁছায়নি।”

ঠিক একই রকম ভাবে, মালদহের রতুয়ার পুখুরিয়া এলাকার বাসিন্দা শেখ আইবুল বিগত একমাস আগে দিল্লি পাড়ি দিয়েছিল কাজে। তার বাকি সঙ্গীরা বাড়ি ফিরে আসলেও কোন খোঁজ মেলেনি শেখ আইবুলের। পুলিশের দারস্থ হয়েছে পরিবার।

হরষিত সিংহ