electricity protest

West Bengal news: ঘূর্ণিঝড়ের জেরে চারদিন ধরে ব্যাহত বিদ্যুৎ পরিষেবা, প্রতিবাদে বিক্ষোভ গ্রামবাসীদের

মুর্শিদাবাদ: ঘূর্ণিঝড় রিমলের জেরে চার দিন ধরে বন্ধ বিদ্যুৎ পরিষেবা। প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার নতুনগ্রামের বহরমপুর লালবাগ রাজ্য সড়কে। অভিযোগ দীর্ঘ ৫বছর ধরে বিদ্যুৎবিভ্রাটের সমস্যায় ভুগতে হচ্ছে গ্রামবাসীদের। একাধিক বার অভিযোগ জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা গ্রহন করা হয়নি। তার উপর রিমল ঘূর্নিঝড়ের কারণে গত ৪ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয় পড়ে রয়েছে এলাকায়। যার কারনে অত্যন্ত সমস্যায় গ্রামবাসীরা। অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়ছেন বয়স্ক ও বাচ্চারা। বিদ্যুৎ না থাকায় বাড়িতে জলের পাম্প চালানো যাচ্ছে না। সেই কারনে জলেরও সমস্যা হচ্ছে।

আরও পড়ুন: সচিন তেন্ডুলকর থেকে মহেন্দ্র ধোনি! ভারতের কোচ হতে জমা পড়েছে ৩০০০-এর বেশি আবেদন

প্রতিবাদে এদিন রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে মুর্শিদাবাদ থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ও অবরোধ তুলে দেয়। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধান করার আশ্বাস দেন প্রশাসনিক আধিকারিকেরা। বিক্ষোভকারী সুরজ খাঁ বলেন, “আমরা ৫ বছর ধরে এই বিদ্যুতের সমস্যায় ভুগছি। রেমাল ঝড় আসতে না আসতেই চার দিন ধরে এলাকায় বিদ্যুৎ নেই। আমরা চাই বহরমপুর বা লালবাগ থেকে সরাসরি বিদ্যুতের ব্যবস্থা করা হোক”। বিক্ষোভকারী সাজিবুল খাঁন বলেন, “বিদ্যুতের সমস্যার জন্য বিদ্যুত দফতরে একাধিক বার অভিযোগ জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। সেই কারনে আমরা পথ অবরোধ করে বিক্ষোভ  দেখাচ্ছি। আমাদের দাবি না মানা হলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব”।