Purba Bardhaman News: একের পর এক! ফের ট্রেনই কেড়ে নিল তরতাজা ৩ প্রাণ, মুহূর্তের মধ্যেই সব শেষ

পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানে ফের ভয়াবহ দুর্ঘটনা। রেলে কাটা পড়ে মৃত্যু হল একই গ্রামের দু’জন মহিলার। ট্রেনের ধাক্কায় জেলার অন্য এক জায়গায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। সব মিলিয়ে ট্রেনে কাটা পড়ে এবং ধাক্কায় মৃত্যু হয়েছে মোট তিনজনের।

পূর্ব বর্ধমানের গলসির পারাজ রেল স্টেশনের কাছে বুধবার দুই মহিলার দেহ ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরবর্তীতে রেল পুলিশ এসে দুই মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। যে দু’জন মহিলার দেহ উদ্ধার হয়েছে, তাঁদের মধ্যে একজনের নাম মানু বাউরি, এবং অন্য জনের নাম তপি বাউরি। মৃত মানু বাউরির বয়স আনুমানিক ৪৯ এবং তপি বাউরির বয়স আনুমানিক ৪৬। দু’জন মহিলারই বাড়ি পূর্ব বর্ধমানের গলসির কোলকোল গ্ৰামে। এক স্থানীয় বাসিন্দা বলেন, “এসে দেখলাম ক্ষতবিক্ষত অবস্থায় দু’জন মহিলার দেহ পড়ে রয়েছে। আমাদের গ্রামেরই মেয়ে ছিল” সকলের প্রাথমিক ধারণা ট্রেনে কাটা পড়েই দু’জন মহিলার মৃত্যু হয়েছে। তবে কী ভাবে মর্মান্তিক ঘটনাটি ঘটল, তার তদন্ত শুরু করেছে রেল‌পুলিশ।

অন্যদিকে পূর্ব বর্ধমানের ধাত্রীগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবকের। জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম রাজকুমার বাস্কে। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত সাতগাছিয়া, বুনোপাড়া এলাকায়। পেশায় তিনি লরি চালক। সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে কাজে যাব বলে বেরিয়েছিলেন ওই যুবক। কিন্তু মঙ্গলবার রাত্রে ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়।

প্রাথমিক ভাবে রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত রাজকুমার মঙ্গলবার রাত্রে ধাত্রীগ্রাম এর কাছে লরি রেখে রেললাইন ধরে হাঁটছিলেন। সেই সময় তার ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। মৃত রাজকুমারের বাবা কানুরাম বাস্কে বলেন, “আমরাও জানতে পেরেছি ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে। তবে কী ভাবে এই ঘটনা ঘটল কিছুই বুঝে উঠতে পারছিনা।” তদন্ত শুরু করেছে রেলপুলিশ। স্বভাবতই বর্তমানে মৃতদের পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

বনোয়ারীলাল চৌধুরী