প্যারালাইস রোগী সুস্থ

জটিল অস্ত্রোপচার, স্বাভাবিক জীবনে ফিরলেন প্যারালাইজড রোগী!

পুরুলিয়া : চিকিৎসা ক্ষেত্রে অনেকখানি এগিয়ে এসেছে জঙ্গলমহলের পুরুলিয়া জেলা। একাধিক সফল অস্ত্রপ্রচার এর মধ্য দিয়ে অসাধ্য সাধন করেছেন এই জেলার চিকিৎসকেরা।

আবারও অসাধ্য সাধন করে নজির তৈরি করলেন পুরুলিয়ার রোটারি মাল্টি স্পেশালিটি হাসপাতালের স্পাইন সার্জেন ড: শুভাশীষ বন্দ্যোপাধ্যায়। জটিল অস্ত্রোপচারের মধ্যে দিয়ে প্যারালাইজড রোগীকে সম্পুর্ণ সুস্থ করে তুলেছেন তিনি।

রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ডে খরচ সাপেক্ষ এই অপারেশন হয়েছে সম্পুর্ণ বিনামূল্যে। রোটারি ক্লাবে স্বাস্থ্য সাথী কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে এই সুবিধা পেয়ে খুশি রোগী এবং রোগীর পরিবার।

আরও পড়ুন- হাতে ১ ঘণ্টা সময়, বাজ থেকে সাবধান! দক্ষিণের ৫ জেলায় তোলপাড় বৃষ্টির পূর্বাভাস

প্রসঙ্গত, পুরুলিয়ার রঘুনাথপুর ২ ব্লকের চেলিয়ামা এলাকার ২৯ বছরের যুবক তনু মাহাতো। পাটনায় এই পরিযায়ী শ্রমিক কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে গুরুতর আঘাত পান।

পাটনা থেকে প্রাথমিক চিকিৎসা করে পুরুলিয়ার গ্রামের বাড়িতে ফেরেন ওই পরিযায়ী শ্রমিক। এর মধ্যে হাঁটাচলার শক্তি হারিয়ে ফেলেন ওই যুবক। পুরুলিয়ার রোটারি ক্লাব হাসপাতালের অর্থপেডিক এবং স্পাইন সার্জেন ডঃ শুভাশিস বন্দ্যোপাধ্যায়ের শরণাপন্ন হন তিনি।‌

পরীক্ষা করে দেখা যায়, তনু মাহাতো প্যারালাইজড। হাসপাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা করে অপারেশন করার সিদ্ধান্ত নেন ড. শুভাশিস বন্দ্যোপাধ্যায়।

অপারেশন সফল হয় এবং সপ্তাহখানেকের মধ্যেই ওই পরিযায়ী শ্রমিক আবার হাঁটাচলার শক্তি ফিরে পান।‌ এই বিষয়ে ডঃ শুভাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, পুরুলিয়ার মতো জেলাতে এখন স্পাইনের সার্জারি হচ্ছে।

রোটারি ক্লাব হাসপাতালে এর মধ্যে পঞ্চাশটির বেশি অপারেশন হয়েছে।একেবারে বিনামূল্যে সফলভাবে এই অস্ত্রোপচার হওয়ায় খুশি রোগীর পরিবারের সদস্যরা।‌ তারা অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন চিকিৎসককে।

আরও পড়ুন- দক্ষিণেশ্বরের রাস্তায় দাঁড়িয়ে এয়ার ইন্ডিয়ার বিমান!উৎসাহী জনতার জেরে ভিড়

ইতিপূর্বেও একাধিক জটিল অস্ত্রোপচার করে হয়েছে পুরুলিয়ার রোটারি ক্লাব হাসপাতালে। একইভাবে, আবারও এই সফল অস্ত্রোপচারের মধ্যে দিয়ে অসাধ্য সাধন করে দেখাল এই হাসপাতাল।

শর্মিষ্ঠা ব্যানার্জি