মর্মান্তিক মৃত্যু জনপ্রিয় অস্কারজয়ী প্রযোজকের

Death News: মর্মান্তিক! ক্যানসার কেড়ে নিল প্রাণ, অকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জনপ্রিয় অস্কারজয়ী প্রযোজক, শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি

বিনোদন জগতে ফের দুঃসংবাদ৷ একের পর এক তারকারা ছেড়ে চলে যাচ্ছেন৷ প্রয়াত হলেন অস্কারজয়ী প্রযোজক৷ দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি৷ অবশেষে মৃত্যুর কাছে হার মেনে প্রয়াত হলেন টাইটানিকের প্রযোজক জন ল্যান্ডাউ৷ মৃত্যুকালে প্রযোজকের বয়স হয়েছিল ৬৩ বছর৷ তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া পড়েছে বিনোদন জগতে৷

অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা ইন্ডাস্টিতে৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ইন্ডাস্ট্রির সকলেই৷ তবে কীভাবে তাঁর মৃত্যু হল, তার কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি৷ তবে সূত্র থেকে জানা গেছে, ক্যানসারের কারণেই মৃত্যু হয়েছে জনপ্রিয় প্রযোজকের৷ পরিবারের পক্ষ থেকেই প্রযোজকের মৃত্যুর খবর জানানো হয়েছে৷

আরও পড়ুন-  ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

হলিউডের বিখ্যাত ছবি টাইটানিক এবং অ্যাভাটার-এর প্রযোজনার জন্য তিনি অস্কার পুরস্কারে সম্মানিত হয়েছিলেন৷ টাইটানিক ছবিতে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল প্রশংসনীয়৷ তাঁর এই ছবি বিশ্বে সর্বপ্রথম ১ বিলিয়ন ডলারেরও বেশি ব্যবসা করেছিল৷

আরও পড়ুন-   মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

উল্লেখ্য, মাত্র ২৯ বছর বয়সে জন টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স প্রযোজনা সংস্থার কার্যনির্বাহী সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন টাইটানিকের প্রযোজক জন ল্যান্ডাউ।তাঁর মৃত্যুতে বড় ক্ষতি বিনোদন জগতে৷