একুশে জুলাই আবহাওয়ার চোখরাঙানি! মঞ্চসজ্জায় সামান‍্য বদল, মুখ‍্যমন্ত্রী থাকবেন কোথায়? জানুন খুঁটিনাটি

TMC-21 July: একুশে জুলাই আবহাওয়ার চোখরাঙানি! মঞ্চসজ্জায় সামান‍্য বদল, মমতা থাকবেন কোথায়? জানুন খুঁটিনাটি

কলকাতা: হাতে সময় মাত্র একদিন। আগামিকাল রবিবারই ২১ জুলাই। তৃণমূলের শহিদ দিবস। প্রতি বছরের মতো এবছরও ২১ জুলাইয়ের সমাবেশ ঘিরে প্রস্তুতি তুঙ্গে। সভার জন‍্য তৈরি হচ্ছে মঞ্চ। সেইসঙ্গে আবহাওয়ার চোখ রাঙানি এড়াতে থাকছে বিশেষ প্রস্তুতি।

মঞ্চের সামনের ভাগ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। তার মাপ ৫২ ফুট বাই ২৮, উচ্চতা ১০ ফুট। এই মঞ্চ আগে ৪৮ ফুট হতো। ‘L’ আকৃতির মঞ্চ এবার চওড়ায় আরও ৪ ফুট বাড়ছে।

আরও পড়ুন: বাংলাদেশে নিহতের সংখ‍্যা বেড়ে ১০৫! কার্ফুর মাঝেই দলে দলে দেশে ফিরছেন ভারতীয় পড়ুয়ারা

দ্বিতীয় ভাগ ৪৮ ফুট বাই ২৪ ফুট, উচ্চতা ১১ ফুট।আর তৃতীয় ভাগ হবে ৪৮ ফুট বাই ২০ ফুট, উচ্চতা ১২ ফুট। এই বছরের মঞ্চসজ্জাতেও একটু বদল আসছে। সূত্রের খবর অনুযায়ী, একুশের মঞ্চে সামনের ভাগের স্টেজ চওড়ায় খানিকটা বাড়ানো হচ্ছে। থাকছে দলনেত্রীর জন্য আলাদা র‍্যাম্প।

আরও পড়ুন: হ‍্যান্ডসাম অভিনেতা থেকে আইএএস অফিসার! সাফল‍্য সত‍্যিই ‘হাতের মুঠোয়’ আইআইটি খড়্গপুরের এই ছাত্রের, র‍্যাঙ্ক জানলে ছিটকে যাবেন

আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহান্তে ঝড়বৃষ্টিতে ভাসবে কলকাতা অর্থাৎ একুশে জুলাইও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তৃণমূল সূত্রে খবর, সেকথা মাথায় রেখেই এবার একুশের মঞ্চ আরও শক্তপোক্ত করা হয়েছে। ব্যাকড্রপ অনেকটা মোটা করা হচ্ছে। ৪০ ফুট বাই ৩০ ফুট।