ছবি ভাইরাল ভিডিও থেকে নেওয়া৷ সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷

TMC councilor slap video: দলের নেতাকেই সপাটে চড় তৃণমূলের মহিলা কাউন্সিলরের! ভিডিও ভাইরাল হতেই অস্বস্তিতে তৃণমূল

কলকাতা: তৃণমূলের যুব নেতাকে চড় মারছেন তৃণমূলেরই মহিলা কাউন্সিলর৷ খাস কলকাতায় এমনই ঘটনায় ফের অস্বস্তিতে পড়ল রাজ্যের শাসক দল৷ গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করেই কলকাতা পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে ওই ঘটনা ঘটেছে বলে খবর৷ ইতিমধ্যেই কাউন্সিলরের চড় মারার ভিডিও ভাইরাল হয়েছে৷

চড় মারার অভিযোগ উঠেছে যাঁর বিরুদ্ধে, তিনি কলকাতা পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনন্দা সরকার৷ অভিযোগ, ওই ওয়ার্ডেরই তৃণমূল নেতা এবং প্রাক্তন যুব তৃণমূল সভাপতি কেদার দাসকে চড় মারেন সুনন্দাদেবী৷ ভিডিওতেও দেখা গিয়েছে, কেদার দাসকে সপাটে চড় মারছেন সুনন্দাদেবী৷ এই ভিডিওর সত্যতা অবশ্য যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷

আরও পড়ুন: ৫২/২৪ ফুট মঞ্চ, সিঁড়ির বদলে র‍্যাম্প! আর কী চমক? ধর্মতলায় শুরু ২১শে জুলাই সমাবেশের মঞ্চ তৈরির কাজ

ঘটনার পরেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। অভিযোগ উভয় পক্ষই পরস্পরের দিকে ইট, লাঠি নিয়ে তেড়ে যায়৷ ঘটনায় আহত হন কাউন্সিলরের স্বামী৷ এরপরেই বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বড়তলা থানায় অভিযোগ জানাতে আসেন কেদার দাস৷ থানার বাইরে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ দেখান তার অনুগামীরা৷ তাদের অভিযোগ এলাকায় তোলাবাজির প্রতিবাদ করাতেই তাদের উপর হামলা হয়েছে৷

যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর৷ তিনি পাল্টা অভিযোগ করেছেন, কেদার দাস ও তার অনুগামীরা অশান্তি করে, তোলাবাজি করে এলাকায়। সুনন্দাদেবীর আরও অভিযোগ, এ দিন সকালেও দুই পুরকর্মীর মাথা ফাটিয়ে দিয়েছে কেদার এবং তার দলবদল৷

গোটা ঘটনায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, ‘এই ঘটনা অনভিপ্রেত৷ একজন জনপ্রতিনিধির কাছে এমন আচরণ মেনে নেওয়া যায় না। যদি অভিভাবক হিসাবেও তিনি এই আচরণ করেন তা যথাযথ নয়৷ নিশ্চিত দলের শীর্ষ নেতৃত্ব এটা দেখবে।’