Tapas Roy: মোবাইল বাজেয়াপ্ত করল ইডি, ম্যারাথন তল্লাশি শেষে কী বললেন তাপস রায়?

কলকাতা: দীর্ঘ প্রায় ১১ ঘণ্টা তল্লাশির পর অবশেষে তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়ি থেকে বেরিয়ে গেল ইডি৷ এ দিন সকাল থেকেই তাপস রায়ের বৌবাজারের ফ্ল্যাটে অভিযানে যায় ইডি-র একটি দল৷ পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তের সূত্রেই তাপস রায়ের বাড়িতে তল্লাশিতে যায় ইডি৷
তল্লাশি অভিযান শেষে ইডি তাঁর একটি মোবাইল ফোন এবং বেশ কিছু নথি নিয়ে গিয়েছে বলে দাবি করেছেন তাপস রায়৷ একই সঙ্গে তৃণমূল বিধায়ক জোর গলায় দাবি করেছেন, তিনি কোনওভাবেই কোনও ধরনের দুর্নীতির সঙ্গে কোনওদিন যুক্ত ছিলেন না৷

তাপস রায় বলেন, ‘ইডি-র দল এসেছিল৷ কেন এসেছিল ওরাই বলতে পারবে৷ আমার কোনওদিন কোনওরকম নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত থাকার সুযোগও ছিল না, জড়িত নইও৷ আমার রাজনৈতিক জীবনে কোনও দুর্নীতির সঙ্গে আমি যুক্ত ছিলাম না, আজও যুক্ত নই৷’

আরও পড়ুন: ‘ব্যাগ গোছানো শুরু করুন’, ইডি হানার পরই সুজিত বসুর ‘ভবিষ্যৎ’ জানালেন শুভেন্দু!

কিন্তু কেন ইডি তাঁর বাড়িতে তদন্তে এল সেই প্রশ্নের জবাবে তৃণমূল বিধায়ক বলেন, ‘রাজনীতি করি বলেই হয়তো ইডি এল৷ আমার মোবাইল নিয়ে গিয়েছে, কিছু কাগজপত্র নিয়ে গিয়েছে৷ ওরা আমাকে নির্দিষ্ট ভাবে তেমন কিছু জিজ্ঞেস করেনি৷ আমার কিছু জানার কথাও নয়৷’

তাপস রায় বরানগরের বিধায়ক৷ মনে করা হচ্ছে বরানগর পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তেই তাঁর ফ্ল্যাটে হানা দিল ইডি৷ তাপস রায় ছাড়াও এ দিন সকাল থেকে দমকলমন্ত্রী সুজিত বসু এবং উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি চালায় ইডি৷