Mysterious Place on Earth: কাণ্ড চিড়লেই বের হয় রক্তের মতো পদার্থ..এই দ্বীপে রয়েছে আশ্চর্য সব গাছ, অদ্ভুত প্রাণী, যেন ভিনগ্রহ

কলকাতা: রাশিয়া-ইউক্রেন এবং ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধের ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেনি গোটা বিশ্ব। তার মধ্যেই ইয়েমেনের উপর একসঙ্গে মিলে আক্রমণ শানাল আমেরিকা এবং ব্রিটেন। হুথি জঙ্গিদের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা। তবে পিছিয়ে নেই হুথিরাও। পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ওই জঙ্গিগোষ্ঠীও। পশ্চিম এশিয়ার ইসলামিক দেশ হল ইয়েমেন। আর এই দেশেই রয়েছে এক দ্বীপপুঞ্জ। যা বিশ্বের অত্যন্ত আশ্চর্যজনক স্থান। আসলে এখানে একবার গেলে মনে হবে যেন অন্য কোনও গ্রহে চলে এসেছি! কারণ এখানে থাকা প্রতিটি জিনিস দেখলেই মনে হবে যেন ভিনগ্রহী!

এই জায়গাটির নাম হল সোকোত্রা দ্বীপপুঞ্জ। বিশ্বের সবথেকে আশ্চর্যজনক স্থান এটি। দ্য ট্রাভেল ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, মানুষের জন্য সোকোত্রা দ্বীপপুঞ্জ ভীষণই নিরাপদ। তবে এখানে যুদ্ধ শুরু হয়েছে, তাই এখানে ভ্রমণ করা অত্যন্ত বিপজ্জনক।

আরও পড়ুন: বিরাট প্রতাপ, ভেড়ির ‘বাদশা’! একসময়ের বাম থেকে এখন তৃণমূল, এই নেতার বাড়িতে গিয়েই আক্রান্ত ইডি! কে এই শাহজাহান শেখ?

এখানকার সবথেকে আজব হল গাছগুলি। আর সবথেকে মজার বিষয় হল, এখানে রয়েছে প্রায় ৮২৫ প্রজাতির গাছ। বিশ্বের একমাত্র এই দ্বীপপুঞ্জেই মিলবে ৯০ শতাংশ প্রজাতির সরীসৃপ এবং ৯৫ শতাংশ প্রজাতির শামুক। আর কোথাও এমনটা পাওয়া যাবে না। নানা ধরনের স্থল পাখি এবং সামুদ্রিক পাখিরও দেখা মিলবে এই দ্বীপপুঞ্জে।

তবে এখানকার সবথেকে অনন্য গাছ হল ড্রাগনস ব্লাড ট্রি। সমস্ত গাছের পাতা এবং ডালপালা মাধ্যকর্ষণের প্রভাবে নিচের দিকে ঝুলে থাকে। কিন্তু এই গাছটি অনন্য, কারণ এটি উপরের দিকে বেড়ে ওঠে। আর গাছগুলি দেখে মনে হবে যেন উল্টানো ছাতা। এটাও আশ্চর্যজনক যে, এই গাছের গুঁড়ি থেকে লাল রক্তের মতো পদার্থ নির্গত হয়। এই কারণেই গাছটির এহেন নামকরণ। আবার ট্রিপোটো ওয়েবসাইট অনুযায়ী, এক সময় এই দ্বীপপুঞ্জেই শুধুমাত্র বটল ট্রি দেখা যেত।

আরও পড়ুন: লক্ষ লক্ষ টাকা বেড়েছে আয়, FIR করেছে সিবিআই! সন্দেশখালির ‘সেই’ ইডি আধিকারিককে নিয়ে এবার প্রশ্ন তুলল তৃণমূল

সোকোত্রা দ্বীপপুঞ্জে মিলবে বিরল থেকে বিরলতম সরীসৃপ। যাদের দেহের নিচের অংশ মোটা আর উপরের অংশ পাতলা। ওয়ার্ম স্নেক, স্কিঙ্ক গেকো লিজার্ড, মোনার্ক ক্যামলিওন ইত্যাদির মতো বিরল সরীসৃপের দেখা মিলবে এখানে। ওয়েলকাম টু সোকোত্রা ওয়েবসাইট-এ মেলা তথ্য অনুযায়ী, প্রায় ৫০ হাজার মানুষের বাস রয়েছে এই দ্বীপপুঞ্জে।