সুদীপ্ত রায়ের বিরুদ্ধে ১১ সদস্যের জোড়া তদন্ত কমিটি! হাসপাতালের অন্দরে কী করতেন তিনি?

TMC Mla Sudipta Roy: সুদীপ্ত রায়ের বিরুদ্ধে আলাদা ২ তদন্ত কমিটি! হাসপাতালের অন্দরে কী কী করতেন তিনি?

কলকাতা: শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক তথা আরজি কর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায় এবার আরও চাপে।

সুদীপ্ত রায়ের বিরুদ্ধে দুটো আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভেট পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার দুর্নীতিতে নাম জড়িয়েছে সুদীপ্তর। কলকাতা মেডিক্যালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সৌমিত্র ঘোষ এর নেতৃত্বে এগারো সদস্যের তদন্ত কমিটি এই বিষয়টির তদন্ত ভার নিয়েছে।

আরও পড়ুন- আবাস যোজনার তালিকা তৈরিতে অস্বচ্ছতা নয়! সরকারি কর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ নবান্নের

সেন্ট্রাল ল্যাবের কিট এবং নানা যন্ত্রপাতি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ব্যবহারের অভিযোগের দুর্নীতিতেও নাম সুদীপ্তর। কলকাতা মেডিক্যালের ফরেনসিক মেডিসিন ডিপার্টমেন্ট-এর বিভাগীয় প্রধান ডক্টর চন্দন বন্দোপাধ্যায়-এর নেতৃত্বে এগারো সদস্যের তদন্ত কমিটি এই বিষয়টির কিনারা করবে বলে জানা গিয়েছে। প্রতিটি তদন্ত কমিটিতেই জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি হিসেবে দু’জন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি এবং দু’জন ইন্টারন রয়েছেন।

আরও পড়ুন- ৫০০ টাকার নোটে গান্ধিজি নয়, এ কার ছবি! দেড় কোটি জাল নোট বাজেয়াপ্ত করল পুলিশ! 

আরজি কর ধর্ষণ-খুনের মামলার পাশাপাশি দুর্নীতি মামলারও তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, সুদীপ্ত রায়ের বাজেয়াপ্ত করা তিনটি ফোনের সিডিআর খতিয়ে দেখছে ইডি। এর আগে, এই তিন ফোন বাজেয়াপ্ত ইস্যুতে সুদীপ্ত রায় বলেন,’আমরা সত্যের পথে রয়েছি, আমাদেরই জয় হবে। প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির অভিযোগের ভিত্তিতে তল্লাশি হয়েছে।’

প্রসঙ্গত, আরজি কর দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। রিপোর্ট বলছে, তিনি তৎকালীন রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্তর কাছে অভিযোগ করলেও, লাভের লাভ হয়নি বলে তিনি অভিযোগ তোলেন। এরপরই সুদীপ্তকে তদন্তের আওতায় নিয়ে আসে ইডি। এই সব বিতর্ক, অভিযোগের ভিত্তিতেই এবার প্রাক্তন ছাত্রদের সংগঠন থেকে বহিষ্কার করা হল।

ইতিমধ্যেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নানা অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে সুদীপ্ত রায়ের বিরুদ্ধে। আরজি কর হাসপাতালের প্রাক্তন ছাত্রদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে সুদীপ্তকে। আরজি কর মেডিক্যাল কলেজ এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন তাঁর সদস্যপদ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।
আরজি কর-কাণ্ডে এ বার সিবিআইয়ের আতশকাচের তলায় তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। তাঁর বাড়ি, নার্সিংহোমে তল্লাশি চালানোর পাশাপাশি সুদীপ্তকে ডেকে জিজ্ঞাসাবাদও করেছে সিবিআই, ইডি।