কুলিক পুজো 

Durga Puja 2024: কুলিক বন্দর ঘাটের দুর্গাপুজো…৪০০ বছর পার করে আজও অটুট ঐতিহ্য

উত্তর দিনাজপুর: ৪০০ বছরেরও পুরনো কুলিক বন্দর ঘাটের পুজো!১৯৫৩ সালে কুলিকের ভয়াবহ বন্যায় সব ভেসে যায়, বন্ধ হয়ে যায় পুজো।  পরবর্তীতে নতুন কাঠামো তৈরি করে আবারও শুরু হয় মায়ের পুজো।যুগের পর যুগ ধরে আজও রায়গঞ্জের বন্দরের আদি দুর্গামন্দিরের ঐতিহ্য অটুট।

প্রায় ৪০০ বছর আগে এই মন্দির স্থাপন করা হয়েছিল। দুর্গাপুজোকে কেন্দ্র করে বন্দর এলাকাতে মেলা বসত । এই মেলা ছিল সকল শ্রেণির মানুষের মিলনস্থল। প্রথমে টিনের চালা দিয়ে ঘেরা ছিল  মন্দিরটি। কিন্তু নদী থেকে মাত্র একশো মিটার দূরের মন্দিরটি ঝড়বৃষ্টিতে ভেসে যায়। শেষপর্যন্ত চুন-সুরকি দিয়ে দুর্গামন্দির নির্মিত হয়। পরবর্তীতে কংক্রিটের ঠাকুরদালান গড়ে ওঠে।

দেবীকে পরানো হয় বেনারসি। মন্দির কমিটির সম্পাদক জানান, সকাল সন্ধে এই মন্দিরে নিত্য পুজো হয়। পুজোর দিন অষ্টমীতে হাজার হাজার মানুষ জড়ো মন্দির প্রান্তে। পুজোর তিনদিন স্থানীয় বাসিন্দাদের বাড়ির হেঁশেলে উনুন জ্বলে না। সকলেই এখানে খিচুড়ি প্রসাদ খান। উত্তর ও দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি মালদহ ও শিলিগুড়ি থেকে প্রচুর দর্শনার্থী প্রতি বছর পুজোয় এই প্রাচীন মন্দিরের দেবী দর্শনে ছুটে আসেন।

পিয়া গুপ্তা