কলকাতা: ওয়াকফ নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠকে তুলকালাম। বৈঠক চলাকালীন অশান্তিতে জড়ালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বোতল ভেঙে হাতে চোট পেলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, ওয়াকফ বোর্ডের বৈঠকে বাদানুবাদে জড়িয়ে পড়েন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর মধ্যেই বোতল ভেঙে হাতে চোট পান কল্যাণ। আহত তৃণমূল সাংসদের হাতে ৪টে সেলাই পড়েছে বলে খবর। প্রাথমিক চিকিৎসার পরে নর্থ এভিনিউয়ের বাড়িতে ফিরলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: ভয়ঙ্কর দৃশ্য! সিকিমে পাহাড়ের উপর থেকে গড়িয়ে পড়ছে বড় পাথর, বিরাট সমস্যায় পর্যটকরা
আগে কলকাতা হাই কোর্টে একাধিক বার দুজনের সংঘাত দেখা গিয়েছে। তখন কল্যাণ উকিল, অভিজিৎ বিচারপতি। এখন দুজনেই সাংসদ। নিজের বাড়ি ফিরে তৃণমূল সাংসদ জানান, জেপিসির অভ্যন্তরীন বিষয় নিয়ে বাইরে মন্তব্য করা যাবে না। বৈঠকে কী হয়েছে সেই নিয়ে কিছু মন্তব্য করতে চাননি তৃণমূল সাংসদ। সংসদ সূত্রে খবর, পরবর্তী একটি বৈঠকের জন্য কল্যান বন্দ্যোপাধ্যায়কে ওয়াকফ বোর্ড নিয়ে যৌথ সংসদীয় কমিটি থেকে সাসপেন্ড করা হয়েছে।