নবদ্বীপ: শারদীয়ার উৎসব শেষ হতেই নদিয়ার তীর্থভূমি নবদ্বীপ শহরে পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ল। বৈষ্ণব ধর্মাবলম্বনকারীদের কাছে কার্তিক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই মাসকে অনেকে নিয়ম সেবার মাস বলে থাকেন, আবার এই মাসকে অনেকে বলে থাকেন দামোদর মাস।
এই নিয়ম সেবার মাসের শুরু থেকেই নবদ্বীপের বিভিন্ন মত মন্দিরে ভক্ত ও শিষ্যদের আনাগোনা শুরু হয়ে থাকে। প্রতি বছর এই মাসে বহু পুণ্যার্থীরা নবদ্বীপের গঙ্গার ঘাটে এসে পুণ্যস্নান করে থাকেন। পুণ্যস্নান করার পরে বিভিন্ন মঠ মন্দিরে বৈষ্ণব রীতি অনুযায়ী নিয়ম পালন করে থাকেন। বৃন্দাবন ধাম, পুরীধাম ও নবদ্বীপ ধামেই বিশেষ করে এই নিয়ম সেবার মাস পালন করে আধ্যাত্মিক সন্তুষ্টি লাভ করেন অসংখ্য তীর্থযাত্রীরা এমনটাই জানালেন নবদ্বীপ বলদেব সংঘের সেবাইত তথা নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের মহাসচিব প্রভুপাদ কিশোর গোস্বামী।
আরও পড়ুন: ভয়ঙ্কর দৃশ্য! সিকিমে পাহাড়ের উপর থেকে গড়িয়ে পড়ছে বড় পাথর, বিরাট সমস্যায় পর্যটকরা
উল্লেখ্য মন্দিরনগরী বলা হয়ে থাকে নবদ্বীপ ধামকে। এই স্থানে জন্মগ্রহণ করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। চৈতন্য ভূমি নবদ্বীপে প্রতি বছর বিশেষ করে দোল পূর্ণিমা ও রাস পূর্ণিমায় লক্ষ লক্ষ তীর্থ যাত্রীরা এসে উপস্থিত হন। নবদ্বীপের ছোট বড় প্রায় সমস্ত মঠ মন্দিরেই এই সময় ভক্তদের ভিড় লেগে থাকে। এবং এর পাশাপাশি নবদ্বীপের গঙ্গার ওপারেই স্থাপিত হতে চলেছে বিশ্বের সর্ববৃহৎ মন্দির মায়াপুর ইসকন। যা প্রায় সম্পূর্ণ হওয়ার মুখে। নবদ্বীপে এসে মায়াপুর ইসকন মন্দিরেও দর্শনার্থীরা যান সেই মন্দির পরিদর্শন করতে।