TMC nominates Sushmita Dev in Rajya Sabha: সুস্মিতা দেবকে রাজ্যসভায় মনোনীত করল তৃণমূল, নেপথ্য এই দুই কারণ

#কলকাতা: কয়েকদিন আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন৷ সেই সুস্মিতা দেবকেই এবার রাজ্যসভায় প্রার্থী করল তৃণমূল কংগ্রেস (TMC nominates Sushmita Dev in Rajya Sabha)৷ যোগদানের পরই সুস্মিতাকে বিশেষ দায়িত্ব দিয়ে ত্রিপুরায় পাঠিয়েছে তৃণমূল নেতৃত্ব৷ এবার তাঁকে রাজ্যসভায় প্রার্থী তৃণমূল বুঝিয়ে দিল, অভিজ্ঞ এই নেত্রীকেযথাযথ গুরুত্ব দিতে চায় দল৷

আগামী ৪ অক্টোবর গোটা দেশে পাঁচটি রাজ্যে রাজ্যসভার (Rajya Sabha By Election) ছ’ টি আসনে উপনির্বাচন রয়েছে৷ তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে একটি আসন রয়েছে৷ মানস ভুঁইয়া সাংসদ পদে ইস্তফা দেওয়ায় পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার একটি আসন খালি হয়েছে৷ সেই আসনেই সুস্মিতা দেবকে (Sushmita Dev) প্রার্থী করল তৃণমূল৷ পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে উপনির্বাচন হওয়ার কথা৷

তৃণমূলের তরফে সুস্মিতা দেবকে (Sushmita Dev) রাজ্যসভায় মনোনয়ন দেওয়ার কথা জানিয়ে ট্যুইট করা হয়েছে তৃণমূলের (TMC) তরফে৷ সেখানে লেখা হয়েছে, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গিই হল মহিলাদের ক্ষমতায়ণ এবং তাঁদের রাজনীতিতে আরও বেশি করে অংশগ্রহণ নিশ্চিত করা, তাহলেই আমাদের সমাজ আরও অনেক কিছু পেতে সাহায্য করবে৷’

আরও পড়ুন: ত্রিপুরায় পা রাখবেন অভিষেক? চাপানউতোরের মধ্যেই উত্তেজনায় ফুটছে ত্রিপুরা

রাজ্যসভায় মনোনয়ন পেয়ে সুস্মিতা দেব (Sushmita Dev) বলেছেন, ‘আমি উচ্ছ্বসিত এবং মমতাদি ও অভিষেকের কাছে কৃতজ্ঞ৷ আমি এই সম্মান পাওয়ার যোগ্য কি না জানি না, কিন্তু আমার দলের দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত৷’

তৃণমূলের অন্দরের খবর, মূলত দু’টি কারণে সুস্মিতা দেবকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দল৷  সর্বভারতীয় মহিলা কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সুস্মিতার অভিজ্ঞতাকে সংসদীয় রাজনীতির পাশাপাশি সংগঠনেও ব্যবহার করতে চায় তৃণমূল৷ এই মুহূর্তে ত্রিপুরায় তৃণমূলের সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে কাজ করছেন সুস্মিতা৷ সুস্মিতার বাবা সন্তোষমোহন দেব ত্রিপুরার সাংসদ ছিলেন৷ সেই কারণেই ত্রিপুরাকে হাতের তালুর মতো চেনেন সুস্মিতা দেব৷ তাঁর প্রতি ত্রিপুরার মানুষের আলাদা আবেগও রয়েছে৷ সেই কারণেই ত্রিপুরায় সুস্মিতাকে বিশেষ দায়িত্ব দিয়েছে দল৷

আরও পড়ুন: ভবানীপুরের লড়াই ফেরাচ্ছে সেই উত্তাপ, এবারের ফলে শাপমুক্তি চাইছে নন্দীগ্রাম

গোটা উত্তর পূর্ব ভারতেই নিজেদের সংগঠন গড়ে তুলতে সুস্মিতাকে ব্যবহার করতে চায় তৃণমূল৷ পাশাপাশি মহিলা ভোটারদের মন জয়েও সুস্মিতাকে সংসদে পাঠানো হচ্ছে বলে তৃণমূল সূত্রে খবর৷ এই মুহূর্তে সংখ্যার নিরিখে সুস্মিতা দেবের জয় একরকম নিশ্চিত৷ তবে এই আসনে বিজেপি প্রার্থী দেয় নাকি জহর সরকারের মতো সুস্মিতা দেবও বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় যান, সেটাই দেখার৷