মমতা বন্দ্যোপাধ্যায়

21 July TMC meet: ২১ জুলাইয়ের প্রস্তুতি শুরু করল তৃণমূল, এবারের সমাবেশ কেন গুরুত্বপূর্ণ?

কলকাতা: ২১ জুলাইয়ের প্রস্তুতি শুরু করে দিল রাজ্যের শাসকদল তৃণমূল। এদিন ধর্মতলায় মঞ্চ তৈরির কাজ-সহ, সমাবেশের বিভিন্ন প্রস্তুতি খতিয়ে দেখতে ভিক্টোরিয়া হাউজের সামনে হাজির ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী-সহ একাধিক নেতা৷ ছিলেন কলকাতা পুলিশের আধিকারিকরাও৷

আরও পড়ুন: জিম্বাবোয়ে উড়ে যাওয়ার আগে পাসপোর্ট এবং মোবাইল হারিয়ে বিপাকে ভারতীয় ক্রিকেটার

অন্যান্য বারের মতোই এবারও মঞ্চ হবে ধর্মতলার ভিক্টোরিয়া হাউজের সামনে৷ পাশাপাশি দুটি মঞ্চ হবে। মূল মঞ্চ ছাড়াও পাশে একটা ছোট মঞ্চ থাকবে৷ এছাড়া সংবাদমাধ্যমের জন্য আলাদা মঞ্চ থাকবে৷ লোকসভা ভোটে এ বার ভালই সাফল্য পেয়েছে তৃণমূল। ৪২টি আসনে প্রার্থী দিয়ে ২৯টি আসনে জয় পেয়ে রাজ্যের শাসকদল তৃণমূল। শুধু তাই নয়, বিরোধী হিসাবে লোকসভায় গুরুত্ব বেড়েছে ইন্ডিয়া জোটের। সেই আবহে এ বারের ২১শে জুলাইয়ের মঞ্চ তৃণমূলের কাছে বেশ তাৎপর্যপূর্ণ।

এবারের ২১’শে জুলাই সমাবেশ তৃণমূল কংগ্রেসের কাছে রাজনৈতিক ভাবেও ভীষণ গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন, লোকসভা ভোটে বিপুল সাফল্যের পরে এই সমাবেশ তাদের কাছে স্পেশাল। আবার এ বছরের মঞ্চ থেকেই ২৬-এর বার্তা দেবেন মমতা-অভিষেক৷ সূত্রের খবর, শীঘ্রই খুঁটি পুজো করে মঞ্চ তৈরির কাজ শুরু হয়ে যাবে।