রাহুলের হস্তক্ষেপে বরফ গলবে?

TMC on speaker election: রাহুল-অভিষেক কথার পরেও কংগ্রেসকে চাপে রাখল তৃণমূল, কাল সকালেই বড় সিদ্ধান্ত

নয়াদিল্লি: রাহুল গান্ধির হস্তক্ষেপেই সম্ভবত স্পিকার পদে কে সুরেশকে সমর্থন নিয়ে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কি কাটবে?  এ দিন রাতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে কংগ্রেসের ডাকা বৈঠকে ইন্ডিয়া জোটের অন্যান্য দলের নেতাদের সঙ্গে যোগ দেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও ব্রায়েন৷ তবে বৈঠকে যোগ দিলেও কল্যাণ, ডেরেকরা জানিয়ে দিয়েছেন, স্পিকার নির্বাচন ইস্যুতে তৃণমূলের সমর্থন কার দিকে থাকবে, তা আগামিকাল সকালে জানানো হবে৷

স্পিকার পদে ওম বিড়লার বিপক্ষে ইন্ডিয়া জোটের প্রার্থী হিসেবে লড়ছেন কংগ্রেসের কে সুরেশ৷ আগামিকাল সেই নির্বাচন রয়েছে৷ কিন্তু তৃণমূল অভিযোগ তোলে, কে সুরেশকে যে স্পিকার পদে প্রার্থী করা হচ্ছে, সে বিষয়ে কংগ্রেসের পক্ষ থেকে তাদের কিছু জানানোই হয়নি৷ এই বিষয়টিকে এ দিন দুর্ভাগ্যজনক এবং একতরফা বলে মন্তব্যও করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুন: দ্বিতীয় হুগলি সেতুর উপরে কেন যানজট? ফের মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে কলকাতার নগরপাল

সংসদের বাইরে অভিষেকের এই মন্তব্যের পরই লোকসভার ভিতরে তাঁর সঙ্গে আলোচনা করতে দেখা যায় রাহুল গান্ধিকে৷ তৃণমূল সূত্রে খবর, তখনই বিষয়টি নিয়ে অভিষেকের কাছে দুঃখপ্রকাশ করেন রাহুল৷ একতরফা ভাবে কে সুরেশের নাম ঘোষণা যে উচিত হয়নি, সেকথাও মেনে নেন তিনি৷ এর পর বিকেলে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও রাহুল গান্ধি ফোন করেন বলে সূত্রের খবর৷ তখনও প্রায় আধ ঘণ্টা দু জনের মধ্যে কথা হয় বলে খবর৷

তবে এ দিন রাতে মল্লিকার্জুন খাড়গের বাসভবনের বৈঠকে তৃণমূলের সঙ্গে অন্যান্য বিরোধী দলগুলিও কংগ্রেসের পক্ষ সমন্বয়ের অভাবের অভিযোগ তুলে সরব হয় বলে সূত্রের খবর৷ স্পিকার নির্বাচন ইস্যুতেও আরও আগে তৎপর হওয়া উচিত ছিল বলেও মত দেন ইন্ডিয়া জোটের শরিক দলগুলির নেতারা৷

সহ প্রতিবেদন- আবীর ঘোষাল