তৃণমূলের নতুন উদ্যোগ

TMC: রেজাল্ট বেরতেই বড় সিদ্ধান্ত তৃণমূলের! ৫ আসনে কী হল এমন? দলের অন্দরে তুঙ্গে শোরগোল

কলকাতা: লোকসভা ভোটেও রাজ্যে সুবজ ঝড়। ৪২ আসনের মধ্যে ২৯ আসনে জয় পেয়েছে তৃণমূল, বিজেপির দখলে ১২ আসন, কংগ্রেস পেয়েছে ১ আসন। কিন্তু হেরে যাওয়া বেশ কিছু আসন নিয়ে ‘আফসোস’ রয়েছে তৃণমূলের। আর তাই ভোটের ফল বেরোতেই তৃণমূলের নজরে সংগঠন। বেশ কয়েকটি বিধানসভার ফল নিয়ে আলোচনা চলছে।

সাংগঠনিক তালমিলের অভাবেই সেখানে ফল খারাপ হল কিনা, তা দেখা হচ্ছে। বিষ্ণুপুর, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ বেশ কয়েকটি জায়গায় বিশেষ নজর। ভোটের আগেই বুঝিয়ে দেওয়া হয়েছিল পারফরম্যান্স খতিয়ে দেখা হবে। তার ভিত্তিতেই এবার ব্লক স্তরের রিপোর্ট নেওয়া শুরু করল তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন: ‘পদত্যাগ করুন মোদি’, তীব্র আক্রমণ মমতার, বুধেই দিল্লিতে পা অভিষেকের

অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের দাবি ছিল, তৃণমূলের ঝুলিতে আসবে ৩২টি আসন। বাস্তবে এসেছে ২৯টি আসন। যা তাঁর ভবিষ্য়দ্বাণীর একেবারেই কাছাকাছি। ২০১৪ থেকে ২০১৯-এ তৃণমূলের আসন ৩৪ থেকে নেমে এসেছিল ২২-এ। ২০২৪-এ শক্তি বাড়িয়ে ফের তিরিশের কাছাকাছি পৌঁছে গেল তৃণমূল। ২০১৯-এ লোকসভা ভোটে তৃণমূল ৪৪ শতাংশ ভোট পেয়েছিল। ২০২৪-এ তৃণমূলের প্রাপ্ত ভোটের হার বেড়ে হল প্রায় ৪৬ শতাংশ। আর এর কৃতিত্বের অনেকটাই এবার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

প্রসঙ্গত, ইন্ডিয়ার বৈঠকে যোগ দিতে বুধবারই দিল্লি যাচ্ছেন অভিষেক। লোকসভা ভোটে তৃণমূলকে এই জায়গায় পৌঁছে দেওয়ার কাজটা কোনওদিক থেকেই সহজ ছিল না। একদিকে, বিজেপির আক্রমণের মোকাবিলা, অন্য়দিকে, তৃণমূলের সংগঠনকে শক্তিশালী করে তোলা। সেই কাজে প্রায় ১০০ শতাংশ সফল অভিষেক।