হাওড়া: শহরের রাস্তা ঠিক রাখতে ৫ বছরের চুক্তিতে তৈরি হবে নতুন রাস্তা! বছর ঘুরতে না ঘুরতে কয়েক মাসেই রাস্তার পিচ উঠছে। অল্প দিনে রাস্তা হয়ে পড়ছে জরাজীর্ণ। হাওড়া শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় জমা জল দীর্ঘদিনের সমস্যা। এই বর্ষায় সেই সমস্যা আরও তীব্র আকার ধারণ করে। কয়েকদিনে রাস্তায় জমা জল নামতেই দেখা মিলেছে কঙ্কালসার রাস্তা। ছোট বড় গর্ত মাঝ রাস্তায়। ফলে বারছে বিপদের আশঙ্কা। হাওড়ার বাইপাস রোড, ড্রেনেজ ক্যানেল রোড বা বেনারস রোডের মত গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা। শহরের গুরুত্বপূর্ণ রাস্তা গুলি ভয়ানক রূপ নিয়েছে। নিরাপদ ভাবে যান চলাচল-তো দূরের কথা, বর্ষায় এই রাস্তায মানুষ হেঁটে পারাপার করতেও ভয় পাচ্ছে।
শহরের রাস্তায় জল জমা সমস্যা দীর্ঘদিনের, তার উপর রাস্তা জুড়ে খানা খন্দ ভরা। ফলে এই রাস্তায় পারাপার মানুষ অতিষ্ঠ পড়েছে। এবার এ ছবি বদল করতেই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মত হাওড়া পুরসভার নতুন সিদ্ধান্ত। সেই নির্দেশিকায় জানানো হচ্ছে, এবার নতুন নিয়মে রাস্তার বরাত ঠিকাদারি সংস্থাকে দেওয়া হবে। রাস্তা নির্মাণের পর পাঁচ বছর সেই রাস্তা মেরামতির দায়িত্ব নিতে হবে ঠিকাদারি সংস্থাকে। এর মাধ্যমে নতুন তৈরি হওয়ার রাস্তা খারাপ হলে দ্রুত মেরামতির ব্যবস্থা নিতে পারবে সংস্থা। তাতে রাস্তা খারাপের সমস্যা দ্রুত সমাধান হবে। দীর্ঘদিন যে নিয়মে ঠিকাদারি সংস্থা রাস্তা নির্মাণের বরাত পেয়ে আসছে। সেই নিয়ম পরিবর্তন হয়ে নতুন এই নিয়ম কতটা তাদের পক্ষে গ্রহণযোগ্যতা সে বিষয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে ইতি মধ্যে।
আরও পড়ুন: বই আজ তোলা থাক, স্কুলে স্টল ফুচকা, ফিশ ফিঙ্গার, মোমো, বিন্দাস খাওয়াদাওয়ায় খুশি
তবে এক্ষেত্রে হাওড়া পুরসভা সূত্রে জানা যায়, নতুন নিয়মে ঠিকাদারি সংস্থার কোনরকম সমস্যা হওয়ার কথা নয়। সমস্ত দিক বিবেক বিবেচনা করেই এই সিদ্ধান্ত। এ প্রসঙ্গে হাওড়া পৌরসভার চেয়ারম্যান ডাঃ সুজয় চক্রবর্তী জানান, ইলেকট্রিক বা পানীয় জল সরবরাহের পাইপলাইনে কাজ, এমন বিষয়ে রাস্তা খননকার্য করার মত ঘটনা ছাড়া। সাধারণ ঘটনায় রাস্তা খারাপ হওয়া চুক্তি আওতায় থাকবে। তিনি আরও জানান, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক যে নতুন নিয়ম তাতে সাধারণ মানুষের স্বস্তি মিলবে।
রাকেশ মাইতি