Tokyo Olympics 2020: টোকিওতে ইতিহাস! অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার অলিম্পিকের হকিতে সেমিফাইনালে ভারতের মেয়েরা

ভারত: ১,  অস্ট্রেলিয়া: ০

টোকিও: টোকিওতে ইতিহাস গড়ল ভারতের মহিলা হকি দল ৷ অস্ট্রেলিয়াকে সোমবার ১-০ গোলে হারিয়ে অলিম্পিকের সেমিফাইনালে প্রবেশ করলেন রানি রামপালরা ৷ অলিম্পিকের ইতিহাসে এই প্রথমবার হকিতে সেমিফাইনালে উঠল ভারতের মেয়েরা ৷

রবিবারই গ্রেট ব্রিটেনকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ভারতের পুরুষ হকি দল ৷ অলিম্পিকে ৪০ বছর পর ফের সোনা জয়ের স্বপ্ন দেখাচ্ছেন মনপ্রীতরা ৷ পিছিয়ে নেই ভারতের মেয়েরাও ৷ তিনবারের অলিম্পিকে সোনাজয়ী শক্তিশালী অস্ট্রেলিয়া দলকে এদিন ধরাশায়ী করতে সফল রানি রামপালরা ৷ অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ভারত ৷ ম্যাচ জেতার পর নিজেদেরই যেন তা বিশ্বাস হচ্ছিল না ভারতের মহিলা হকি খেলোয়াড়দের ৷ ম্যাচে একের পর এক অজি আক্রমণকে রুখে দিয়ে দুর্দান্ত ডিফেন্সের সৌজন্যেই সোমবার টোকিওয়ে ইতিহাস গড়তে সফল ভারতের মেয়েরা ৷

অগ্নিপরীক্ষার ম্যাচে এদিন দ্বিতীয় কোয়ার্টারে ভারতের হয়ে একমাত্র গোলটি করেন গুরজিৎ কৌর। পেনাল্টি কর্নার থেকে গোল করেন তিনি। অনেক চেষ্টা করেও সেই গোল আর শোধ করতে পারেনি অস্ট্রেলিয়া। ‘চক দে ইন্ডিয়া’ !