কপালে লাল টিপ, সাদা-লাল শাড়িতে ‘গেন্দা ফুল’ গানে তুমুল নাচ উত্তম কুমারের হবু নাতবউয়ের, দেখুন ভিডিও

#কলকাতা :  গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর প্রেম আর লুকিয়েচুরিয়ে নয়৷ ২ পক্ষই একেবারে খুল্লমখুল্লাই নিজেদের প্রীতির সম্পর্কের কথা মেনে নিয়েছেন৷ উত্তম কুমারের হবু নাতবউ এখনও গৌরবের নামের সিঁদুর সিঁথিতে না দিলেও বাঙালি বধূবেশে তাঁকে যে অপূর্ব দেখাবে তা আগেই প্রমাণ হয়ে গেল৷

বাদশা মাস কয়েক আগে ‘গেন্দা ফুল’ নামের মিউজিক ভিডিও রিলিজ করেছিলেন৷ তাতে বাংলার লোকগানের শিল্পী রতন কাহারের বিখ্যাত ‘বড়লোকের বিটি লো’ সুদক্ষভাবে রিমিক্সে ব্যবহার করা হয়েছিল৷ বাদশার সেই মিউজিক ভিডিওতে কোমর দুলিয়ে রকেটের গতিতে সেটিকে ভাইরাল করে দিয়েছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ৷

এবার সেই গানেরই আরও একটা আপডেট ভার্সন বার করল অফিসিয়াল মিউজিক ভিডিও রিলিজ সংস্থা সনি মিউজিক৷ এবারের মিউজিক ভিডিওতে বাঙালিদের রমরমা৷ এটাকে মিউজিক রিলিজ কোম্পানি তবলা রিমিক্স বলছে৷ গান গেয়েছেন বাদশা- তাঁর সঙ্গে সুরে সুর মিলিয়েছেন জাতীয় পুরস্কার জয়ী ইমন৷ এবারের ভিডিওতে জায়গা করে নিয়েছেন খোদ রতন কাহারও৷ আর তবলা রিমিক্স যাঁর হাত ধরে হচ্ছে তিনি বিক্রম ঘোষ৷

ভিডিওটির টিজার রিলিজেই কার্যত সুপারহিট গতিতে ভাইরাল হয়েছে ভিডিও৷ বঙ্গললনা সাজে জ্যাকলিনকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন দেবলীনা কুমার৷

কপাল জো়ড়া লাল বড় টিপ, পরণে সাধাসিধে করে পরা সাদা-লাল শাড়ি, খোলা চুলে, হালকা আন্দোলিত কোমর, বাঙালি ফ্যানরা একেবারে কাত৷

দুর্গাপুজোর আগে একেবারে নিখাদ বাঙালিয়ানায় মোড়া বাংলার পল্লীগীতি মন ছুঁতে পারে কিনা তা জানতে অবশ্য পুরো ভিডিও রিলিজ অবধি অপেক্ষা করতে হবে৷

এবারের ভিডিওতে রতন কাহারের অন্তর্ভুক্তিতেও খুশি বাঙালিরা ৷ কারণ ‘বড়লোকের বিটি লো’ বাংলার বহুল প্রচলিত লোকসঙ্গীতের একটি৷ সেই কারণে শিল্পীর সম্মান দেরিতে হলেও দিয়েছে আন্তর্জাতিক মিউজিক প্রকাশনা সংস্থা৷ আসলে বাদশার গানের পরেই রতন কাহারের নাম সামনে আসে৷ বাদশা যেহেতু একেবারে লোকসঙ্গীত শিল্পী থেকে বলিউডের জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন তাই তিনি এরকম অবিবেচকের মতো কাজ কী করে করতে পারেন ছিল প্রশ্ন৷

যদিও বাদশা সেই সময়েই নিজের ভুল বুঝে নিয়েছিলেন এবং রতন কাহারের হাতে অর্থ বরাদ্দ তুলে দিয়েছিলেন৷