নবান্ন। প্রতীকী ছবি।

১৪ তারিখ করম পুজোর দিন সরকারি ছুটি ঘোষণা… বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

কলকাতা: করম পুজোর জন্য আগামিকাল ১৪ সেপ্টেম্বর সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটি থাকবে সব সরকারি অফিস, দফতর স্কুল, কলেজ। এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল নবান্নের তরফে।

গতবছরেই এই ছুটি ঘোষণা নিয়ে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তাঁর কথায়, সবেরবরাত ও করম পুজোর দিন ছুটি দেওয়ার দাবি দীর্ঘদিনের। আগামী ১৪ সেপ্টেম্বর করম উৎসব। আদিবাসী সম্প্রদায়ের সব থেকে বড় উৎসব করম পুজো। ডুয়ার্সের চা বলয়ে ধূমধাম করে পালিত হয় করম পুজো। বর্তমানে প্রতিটি চা বাগানে করম পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

প্রসঙ্গত, ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলায় বন্ধ চা বাগানের সংখ্যা একাধিক। এই বন্ধ বাগানের শ্রমিকদের মন ভার। তবুও তারা এবছর করম পুজোর আয়োজন করছেন। যদিও আগের মতো জাঁকজমক থাকবে না পুজোয়। শুধু নিয়ম মেনে পুজোটাই হবে বলে জানান বন্ধ চা বাগানের শ্রমিকরা। কালচিনি, রায়মাটাং, তোর্ষা, কোহিনুর, দলমোর, দলসিংপাড়া বাগান বন্ধ রয়েছে।