এনআইআরএফ র‍্যাঙ্কিং প্রকাশ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রতি বছর বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে দেশের সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির তালিকা করা হয়। সেটাই এনআইআরএফ র‍্যাঙ্কিং। নয়াদিল্লির ভারত মণ্ডপমে এনআইআরএফ র‍্যাঙ্কিং প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও।

TOP 10 Educational Institute 2024: দেশের সেরা ১০ শিক্ষা প্রতিষ্ঠান কোনগুলি? NIRF-এর তালিকা প্রকাশ্যে, রাজ্যের কোন প্রতিষ্ঠান?

এনআইআরএফ র‍্যাঙ্কিং প্রকাশ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রতি বছর বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে দেশের সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির তালিকা করা হয়। সেটাই এনআইআরএফ র‍্যাঙ্কিং। নয়াদিল্লির ভারত মণ্ডপমে এনআইআরএফ র‍্যাঙ্কিং প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও।
এনআইআরএফ র‍্যাঙ্কিং প্রকাশ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রতি বছর বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে দেশের সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির তালিকা করা হয়। সেটাই এনআইআরএফ র‍্যাঙ্কিং। নয়াদিল্লির ভারত মণ্ডপমে এনআইআরএফ র‍্যাঙ্কিং প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও।
এনআইআরএফ এই বছর তিনটি নতুন বিভাগ চালু করেছে। সেগুলি হল – ওপেন ইউনিভার্সিটি, স্কিল ইউনিভার্সিটি এবং স্টেট ফান্ডেড ইউনিভার্সিটি। তালিকা ঘোষণার পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন, “এই র‍্যাঙ্কিংয়ের ফলে কোনও প্রতিষ্ঠানকে আরও ভালভাবে চিনতে পারবেন শিক্ষার্থী এবং অভিভাবকরা। মানসম্মত শিক্ষারও প্রসার ঘটবে।’’
এনআইআরএফ এই বছর তিনটি নতুন বিভাগ চালু করেছে। সেগুলি হল – ওপেন ইউনিভার্সিটি, স্কিল ইউনিভার্সিটি এবং স্টেট ফান্ডেড ইউনিভার্সিটি। তালিকা ঘোষণার পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন, “এই র‍্যাঙ্কিংয়ের ফলে কোনও প্রতিষ্ঠানকে আরও ভালভাবে চিনতে পারবেন শিক্ষার্থী এবং অভিভাবকরা। মানসম্মত শিক্ষারও প্রসার ঘটবে।’’
‘ওভারঅল’ ক্যাটাগরিতে দেশের সেরা ১০ শিক্ষা প্রতিষ্ঠান: প্রথমেই আইআইটি মাদ্রাজ।
‘ওভারঅল’ ক্যাটাগরিতে দেশের সেরা ১০ শিক্ষা প্রতিষ্ঠান: প্রথমেই আইআইটি মাদ্রাজ।
দ্বিতীয় আইআইএসসি বেঙ্গালুরু।
দ্বিতীয় আইআইএসসি বেঙ্গালুরু।
তৃতীয় আইআইটি বোম্বে।
তৃতীয় আইআইটি বোম্বে।
চতুর্থ আইআইটি দিল্লি।
চতুর্থ আইআইটি দিল্লি।
পঞ্চম আইআইটি কানপুর।
পঞ্চম আইআইটি কানপুর।
ষষ্ঠ আইআইটি খড়গপুর।
ষষ্ঠ আইআইটি খড়গপুর।
সপ্তম এইমস, নয়াদিল্লি।
সপ্তম এইমস, নয়াদিল্লি।
অষ্টম আইআইটি রুরকি।
অষ্টম আইআইটি রুরকি।
নবম আইআইটি গুয়াহাটি।
নবম আইআইটি গুয়াহাটি।
দশম জেএনইউ, নয়াদিল্লি।
দশম জেএনইউ, নয়াদিল্লি।