এনআইআরএফ র‍্যাঙ্কিং প্রকাশ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রতি বছর বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে দেশের সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির তালিকা করা হয়। সেটাই এনআইআরএফ র‍্যাঙ্কিং।

Top 10 Engineering Colleges of India 2024: এই মুহূর্তে দেশের সেরা ১০ ইঞ্জিনিয়ারিং কলেজ কোনগুলি? তালিকা প্রকাশ NIRF-এর

এনআইআরএফ র‍্যাঙ্কিং প্রকাশ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রতি বছর বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে দেশের সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির তালিকা করা হয়। সেটাই এনআইআরএফ র‍্যাঙ্কিং।
এনআইআরএফ র‍্যাঙ্কিং প্রকাশ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রতি বছর বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে দেশের সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির তালিকা করা হয়। সেটাই এনআইআরএফ র‍্যাঙ্কিং।
নয়াদিল্লির ভারত মণ্ডপমে এনআইআরএফ র‍্যাঙ্কিং প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও।
নয়াদিল্লির ভারত মণ্ডপমে এনআইআরএফ র‍্যাঙ্কিং প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও।
এনআইআরএফ এই বছর তিনটি নতুন বিভাগ চালু করেছে। সেগুলি হল – ওপেন ইউনিভার্সিটি, স্কিল ইউনিভার্সিটি এবং স্টেট ফান্ডেড ইউনিভার্সিটি।
এনআইআরএফ এই বছর তিনটি নতুন বিভাগ চালু করেছে। সেগুলি হল – ওপেন ইউনিভার্সিটি, স্কিল ইউনিভার্সিটি এবং স্টেট ফান্ডেড ইউনিভার্সিটি।
তালিকা ঘোষণার পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন, “এই র‍্যাঙ্কিংয়ের ফলে কোনও প্রতিষ্ঠানকে আরও ভালভাবে চিনতে পারবেন শিক্ষার্থী এবং অভিভাবকরা। মানসম্মত শিক্ষারও প্রসার ঘটবে।’’
তালিকা ঘোষণার পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন, “এই র‍্যাঙ্কিংয়ের ফলে কোনও প্রতিষ্ঠানকে আরও ভালভাবে চিনতে পারবেন শিক্ষার্থী এবং অভিভাবকরা। মানসম্মত শিক্ষারও প্রসার ঘটবে।’’
দেশের সেরা ১০ ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান: প্রথমে আইটি মাদ্রাজ।
দেশের সেরা ১০ ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান: প্রথমে আইটি মাদ্রাজ।
দ্বিতীয় আইআইটি দিল্লি। তৃতীয় আইআইটি বোম্বে।
দ্বিতীয় আইআইটি দিল্লি। তৃতীয় আইআইটি বোম্বে।
চতুর্থ আইআইটি কানপুর, পঞ্চম আইআইটি খড়গপুর।
চতুর্থ আইআইটি কানপুর, পঞ্চম আইআইটি খড়গপুর।
ষষ্ঠ আইআইটি রুরকি, সপ্তম আইআইটি গুয়াহাটি।
ষষ্ঠ আইআইটি রুরকি, সপ্তম আইআইটি গুয়াহাটি।
অষ্টম আইআইটি হায়দরাবাদ। নবম এনআইটি তিরুচিরাপল্লী।
অষ্টম আইআইটি হায়দরাবাদ। নবম এনআইটি তিরুচিরাপল্লী।
দশম আইআইটি-বিএইচইউ বারাণসী।
দশম আইআইটি-বিএইচইউ বারাণসী।