টর্নেডো আকৃতিতে ছোট হলেও এর মারণ ক্ষমতা খুব একটা কম নয়৷ ক্রান্তীয় অঞ্চলে এই ঝড়ের প্রভাব তেমন দেখা যায় না৷ দেখা যায় আমেরিকার উপকূলে৷ সেই ঝড়ের প্রভাবে বারংবার তছনছ হয়েছে উপকূল৷ এ বার তেমনই এক ঝড়ের খবর এল৷ (ছবি -এপি)

Tornado: সর্বনাশা ‘টর্নেডো’-র ধাক্কায় ছারখার সব, মরণ কামড়ে প্রাণ গেল ৫ জনের, আহত ৩৫

টর্নেডো আকৃতিতে ছোট হলেও এর মারণ ক্ষমতা খুব একটা কম নয়৷ ক্রান্তীয় অঞ্চলে এই ঝড়ের প্রভাব তেমন দেখা যায় না৷ দেখা যায় আমেরিকার উপকূলে৷ সেই ঝড়ের প্রভাবে বারংবার তছনছ হয়েছে উপকূল৷ এ বার তেমনই এক ঝড়ের খবর এল৷ (ছবি -এপি)
টর্নেডো আকৃতিতে ছোট হলেও এর মারণ ক্ষমতা খুব একটা কম নয়৷ ক্রান্তীয় অঞ্চলে এই ঝড়ের প্রভাব তেমন দেখা যায় না৷ দেখা যায় আমেরিকার উপকূলে৷ সেই ঝড়ের প্রভাবে বারংবার তছনছ হয়েছে উপকূল৷ এ বার তেমনই এক ঝড়ের খবর এল৷ (ছবি -এপি)
সেখানে দেখা গিয়েছে, এক মারণ ঝড়ের দাপটে কার্যত তছনছ হচ্ছে উপকূল এলাকা৷ আর জলভাগ থেকে সেই ঝড় ধেয়ে আসছে উপকূলভাগে৷ সেই ভিডিও প্রকাশ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের, আহত হয়েছেন ৩৫ জন৷ (ছবি -এপি)
সেখানে দেখা গিয়েছে, এক মারণ ঝড়ের দাপটে কার্যত তছনছ হচ্ছে উপকূল এলাকা৷ আর জলভাগ থেকে সেই ঝড় ধেয়ে আসছে উপকূলভাগে৷ সেই ভিডিও প্রকাশ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের, আহত হয়েছেন ৩৫ জন৷ (ছবি -এপি)
আমেরিকার আইওয়া প্রদেশের ছোট্ট শহর গ্রিনফিল্ডে আছড়ে পড়েছে এই মারণ টর্নেডো৷ স্থানীয় প্রশাসন মারফত জানা গিয়েছে, এই ঝড়ের দাপটে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে এলাকা৷ উপড়ে গিয়েছে গাছ, ধ্বংস হয়েছে গাড়ি, বাড়িও৷ (ছবি -এপি)
আমেরিকার আইওয়া প্রদেশের ছোট্ট শহর গ্রিনফিল্ডে আছড়ে পড়েছে এই মারণ টর্নেডো৷ স্থানীয় প্রশাসন মারফত জানা গিয়েছে, এই ঝড়ের দাপটে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে এলাকা৷ উপড়ে গিয়েছে গাছ, ধ্বংস হয়েছে গাড়ি, বাড়িও৷ (ছবি -এপি)
এই শহরটিতে মোট ২ হাজার মানুষের বাস৷ সকলেই নানা ভাবে কম বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন৷ স্থানীয়রা বলেছেন, শক্তি তৈরির জন্য বিশেষ হাওয়া টারবাইন থাকে৷ সেগুলিকেও উপড়ে ফেলেছে এই মারাত্মক ঝড়৷ এই ঝড়ের কারণে, সেই স্থানীয় হাওয়া অফিসের তরফ থেকে টেক্সাসে তীব্র ঝড়, হড়পা বানের সতর্কতাও দেওয়া হয়েছে৷ (ছবি -এপি)
এই শহরটিতে মোট ২ হাজার মানুষের বাস৷ সকলেই নানা ভাবে কম বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন৷ স্থানীয়রা বলেছেন, শক্তি তৈরির জন্য বিশেষ হাওয়া টারবাইন থাকে৷ সেগুলিকেও উপড়ে ফেলেছে এই মারাত্মক ঝড়৷ এই ঝড়ের কারণে, সেই স্থানীয় হাওয়া অফিসের তরফ থেকে টেক্সাসে তীব্র ঝড়, হড়পা বানের সতর্কতাও দেওয়া হয়েছে৷ (ছবি -এপি)
অ্যাকু ওয়েদারের পক্ষ থেকে বলা হয়েছে, এই টর্নেডোটি জমিতে মোট ৪০ মাইল পর্যন্ত বিস্তৃত ছিল৷ এর ফলে দীর্ঘ এলাকা জুড়ে এটি ধ্বংসলীলা চালিয়েছে৷ বিজ্ঞানীরা বলেছেন, আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনের মতো একাধিক ঘটনার কারণেই আমেরিকায় টর্নেডোর এই বিপুলতা দেখা যাচ্ছে৷ (ছবি -এপি)
অ্যাকু ওয়েদারের পক্ষ থেকে বলা হয়েছে, এই টর্নেডোটি জমিতে মোট ৪০ মাইল পর্যন্ত বিস্তৃত ছিল৷ এর ফলে দীর্ঘ এলাকা জুড়ে এটি ধ্বংসলীলা চালিয়েছে৷ বিজ্ঞানীরা বলেছেন, আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনের মতো একাধিক ঘটনার কারণেই আমেরিকায় টর্নেডোর এই বিপুলতা দেখা যাচ্ছে৷ (ছবি -এপি)