প্রতীকী ছবি।

Health Tips: হাতের রেখাই জানায় কী রোগে আক্রান্ত আপনি! কোন রেখায়, কোন চিহ্ন কীসের ইঙ্গিত? জেনে আজই সাবধান হন

*শরীর সুস্থ রাখার জন্য মানুষ নানা কিছুই করেন। কিন্তু সময়মতো রোগ সম্পর্কে সচেতন না হওয়ার জেরে অনেক সময় তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হয়ে দাঁড়ায়। অনেকেই হয়তো জানেন না যে, হাতের রেখা বিভিন্ন রোগের ইঙ্গিত দিতে পারে। সংগৃহীত ছবি। 
*শরীর সুস্থ রাখার জন্য মানুষ নানা কিছুই করেন। কিন্তু সময়মতো রোগ সম্পর্কে সচেতন না হওয়ার জেরে অনেক সময় তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হয়ে দাঁড়ায়। অনেকেই হয়তো জানেন না যে, হাতের রেখা বিভিন্ন রোগের ইঙ্গিত দিতে পারে। সংগৃহীত ছবি। 
*হস্তরেখা বিশেষজ্ঞ ড. অনীশ ব্যাস জানান, হৃৎপিণ্ডের রেখায় গোলাকার দ্বীপ, শনি পর্বতের নিচে মস্তিষ্কের রেখা হলুদ হয়ে যাওয়া, আয়ুরেখার কাছাকাছি মঙ্গল গ্রহের স্থানে কালো দাগ, হৃদয়ের রেখায় কালো তিল বা দ্বীপ থাকলে হঠাৎ অজ্ঞান হয়ে যেতে পারেন। হার্ট অ্যাটাকেরও ইঙ্গিত মেলে। সংগৃহীত ছবি। 
*হস্তরেখা বিশেষজ্ঞ ড. অনীশ ব্যাস জানান, হৃৎপিণ্ডের রেখায় গোলাকার দ্বীপ, শনি পর্বতের নিচে মস্তিষ্কের রেখা হলুদ হয়ে যাওয়া, আয়ুরেখার কাছাকাছি মঙ্গল গ্রহের স্থানে কালো দাগ, হৃদয়ের রেখায় কালো তিল বা দ্বীপ থাকলে হঠাৎ অজ্ঞান হয়ে যেতে পারেন। হার্ট অ্যাটাকেরও ইঙ্গিত মেলে। সংগৃহীত ছবি। 
*হাত ও নখ হলুদ হওয়া, নখে দাগ দেখা দেওয়া এবং বুধ রেখা ভাঙা অন্ত্রের রোগ নির্দেশ করে। হস্তরেখাবিদ্যা অনুসারে, শনি পর্বতের নিচে দ্বীপগুলি একজন ব্যক্তির মেরুদণ্ডের সঙ্গে সম্পর্কিত রোগের ইঙ্গিত দেয়। সংগৃহীত ছবি। 
*হাত ও নখ হলুদ হওয়া, নখে দাগ দেখা দেওয়া এবং বুধ রেখা ভাঙা অন্ত্রের রোগ নির্দেশ করে। হস্তরেখাবিদ্যা অনুসারে, শনি পর্বতের নিচে দ্বীপগুলি একজন ব্যক্তির মেরুদণ্ডের সঙ্গে সম্পর্কিত রোগের ইঙ্গিত দেয়। সংগৃহীত ছবি। 
*যদি শনির ক্ষেত্রটি উঁচু হয় এবং বেশি রেখায় ভরা হয়, শনি রেখা তরঙ্গায়িত এবং দীর্ঘ হয় এবং আঙ্গুলের মধ্যবর্তী অংশটিও দীর্ঘ হয়, তবে দাঁতের রোগের সম্ভাবনা থাকে। মস্তিষ্কের রেখায় মঙ্গল পর্বতের কাছে সাদা দাগ এবং উভয় হাতে হার্টলাইন ভেঙে যাওয়া আবার কিডনি রোগের লক্ষণ। সংগৃহীত ছবি। 
*যদি শনির ক্ষেত্রটি উঁচু হয় এবং বেশি রেখায় ভরা হয়, শনি রেখা তরঙ্গায়িত এবং দীর্ঘ হয় এবং আঙ্গুলের মধ্যবর্তী অংশটিও দীর্ঘ হয়, তবে দাঁতের রোগের সম্ভাবনা থাকে। মস্তিষ্কের রেখায় মঙ্গল পর্বতের কাছে সাদা দাগ এবং উভয় হাতে হার্টলাইন ভেঙে যাওয়া আবার কিডনি রোগের লক্ষণ। সংগৃহীত ছবি। 
*রেখাগুলি স্বাস্থ্যের গোপন রহস্য প্রকাশ করে। যাঁদের হৃদয়ের রেখায় গোলাকার দ্বীপ রয়েছে বা শনি পর্বতের নিচের মাথাটি হলুদ হয়ে যায়, তাঁদের হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার মতো পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সেই সঙ্গে মঙ্গল ক্ষেত্রে কালো দাগ বা হার্ট লাইনে কালো তিল বা দ্বীপ থাকলে হার্ট অ্যাটাকের ইঙ্গিত পাওয়া যায়। সংগৃহীত ছবি। 
*রেখাগুলি স্বাস্থ্যের গোপন রহস্য প্রকাশ করে। যাঁদের হৃদয়ের রেখায় গোলাকার দ্বীপ রয়েছে বা শনি পর্বতের নিচের মাথাটি হলুদ হয়ে যায়, তাঁদের হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার মতো পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সেই সঙ্গে মঙ্গল ক্ষেত্রে কালো দাগ বা হার্ট লাইনে কালো তিল বা দ্বীপ থাকলে হার্ট অ্যাটাকের ইঙ্গিত পাওয়া যায়। সংগৃহীত ছবি। 
*যাঁদের চন্দ্র পর্বতে নক্ষত্রের চিহ্ন থাকে, তাঁরা সারা জীবন পেট সংক্রান্ত রোগে ভোগেন। যাঁদের হাত ও নখ হলুদ, সেই সঙ্গে নখে দাগ, তাঁদের অন্ত্রের সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। এর সঙ্গে যদি বুধ রেখাও ভেঙে যায়, তাহলে তাকে শুভ বলা যাবে না। সংগৃহীত ছবি। 
*যাঁদের চন্দ্র পর্বতে নক্ষত্রের চিহ্ন থাকে, তাঁরা সারা জীবন পেট সংক্রান্ত রোগে ভোগেন। যাঁদের হাত ও নখ হলুদ, সেই সঙ্গে নখে দাগ, তাঁদের অন্ত্রের সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। এর সঙ্গে যদি বুধ রেখাও ভেঙে যায়, তাহলে তাকে শুভ বলা যাবে না। সংগৃহীত ছবি। 
*পাকস্থলীর সমস্যা: স্বাস্থ্যরেখা যদি শৃঙ্খলিত থাকে, তবে তা ভাল লক্ষণ নয়। এই রেখার অর্থ হল যে, ব্যক্তি সারা জীবন পেট সংক্রান্ত রোগে ভুগবেন। এছাড়াও, স্বাস্থ্য লাইনে বিন্দু থাকলে প্রতিটি বিন্দু পাঁচ বছরের সময়কাল বিবেচনা করে গণনা করা উচিত। এই কারণে ওই ব্যক্তি বহু বছর অসুস্থ থাকেন। সংগৃহীত ছবি। 
*পাকস্থলীর সমস্যা: স্বাস্থ্যরেখা যদি শৃঙ্খলিত থাকে, তবে তা ভাল লক্ষণ নয়। এই রেখার অর্থ হল যে, ব্যক্তি সারা জীবন পেট সংক্রান্ত রোগে ভুগবেন। এছাড়াও, স্বাস্থ্য লাইনে বিন্দু থাকলে প্রতিটি বিন্দু পাঁচ বছরের সময়কাল বিবেচনা করে গণনা করা উচিত। এই কারণে ওই ব্যক্তি বহু বছর অসুস্থ থাকেন। সংগৃহীত ছবি। 
*ফুসফুসের রোগ: স্বাস্থ্য রেখাটি দ্বীপের আকারে শেষ হলে ফুসফুস সংক্রান্ত রোগ দেখা দেয়। এছাড়া এই রেখা যদি শুরুতে বেশি লাল হয়ে যায়, তাহলে হৃদরোগের সমস্যা দেখা দেয়। এই রেখার শেষে লাল রঙের হলে মাথাব্যথা সংক্রান্ত রোগ হয়। সেই সঙ্গে বুধ পর্বতে এই রেখা কেটে গেলে পিত্ত সংক্রান্ত রোগ হয়। সংগৃহীত ছবি। 
*ফুসফুসের রোগ: স্বাস্থ্য রেখাটি দ্বীপের আকারে শেষ হলে ফুসফুস সংক্রান্ত রোগ দেখা দেয়। এছাড়া এই রেখা যদি শুরুতে বেশি লাল হয়ে যায়, তাহলে হৃদরোগের সমস্যা দেখা দেয়। এই রেখার শেষে লাল রঙের হলে মাথাব্যথা সংক্রান্ত রোগ হয়। সেই সঙ্গে বুধ পর্বতে এই রেখা কেটে গেলে পিত্ত সংক্রান্ত রোগ হয়। সংগৃহীত ছবি। 
*গোপন রোগ: স্বাস্থ্য রেখার শেষে চতুর্ভুজ থাকলে তা অ্যাজমা রোগের ইঙ্গিত করে। এই রেখা হলুদ হলে যৌনরোগ হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি এই রেখাটি হাতে অনেক রঙের হয়ে যায়, তবে এটি পক্ষাঘাতের সূচক। সেই সঙ্গে যদি এই রেখাটি হার্ট লাইন কেটে দেয়, তাহলে মৃগীরোগ হতে পারে। সংগৃহীত ছবি। 
*গোপন রোগ: স্বাস্থ্য রেখার শেষে চতুর্ভুজ থাকলে তা অ্যাজমা রোগের ইঙ্গিত করে। এই রেখা হলুদ হলে যৌনরোগ হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি এই রেখাটি হাতে অনেক রঙের হয়ে যায়, তবে এটি পক্ষাঘাতের সূচক। সেই সঙ্গে যদি এই রেখাটি হার্ট লাইন কেটে দেয়, তাহলে মৃগীরোগ হতে পারে। সংগৃহীত ছবি। 
*সুস্বাস্থ্যের সূচক: স্বাস্থ্য রেখা ও জীবনরেখা পৃথক হলে ব্যক্তি সুস্থ থাকেন। এছাড়া কখনও কোনও রোগ হলে তা দ্রুত সেরে যায়। এছাড়াও মস্তিষ্কের রেখা ভাল থাকলে স্মৃতিশক্তি এবং চিন্তা করার ও বোঝার ক্ষমতা ভাল হয়। সংগৃহীত ছবি।
*সুস্বাস্থ্যের সূচক: স্বাস্থ্য রেখা ও জীবনরেখা পৃথক হলে ব্যক্তি সুস্থ থাকেন। এছাড়া কখনও কোনও রোগ হলে তা দ্রুত সেরে যায়। এছাড়াও মস্তিষ্কের রেখা ভাল থাকলে স্মৃতিশক্তি এবং চিন্তা করার ও বোঝার ক্ষমতা ভাল হয়। সংগৃহীত ছবি।