টোটো তে নয়া নির্দেশিকা

কয়েকশো টোটো বন্ধ! রোজগার হারাবেন টোটোচালকরা, পুজোর আগে খারাপ খবর

পুজোর আগে জারি একগুচ্ছ নির্দেশিকা! বন্ধ বহু টোটো। এই নিয়মগুলি না মানলে রোজগার হারাতে হবে টোটো চালকদের! এদিন থেকে জলপাইগুড়িতে শুরু হল বিশেষ অভিযান। বন্ধ করা হয়েছে কয়েকশ টোটো। কিন্তু কেন, কী নিয়ম জারি করা হয়েছে? জানুন বিস্তারিত।
পুজোর আগে জারি একগুচ্ছ নির্দেশিকা! বন্ধ বহু টোটো। এই নিয়মগুলি না মানলে রোজগার হারাতে হবে টোটো চালকদের! এদিন থেকে জলপাইগুড়িতে শুরু হল বিশেষ অভিযান। বন্ধ করা হয়েছে কয়েকশ টোটো। কিন্তু কেন, কী নিয়ম জারি করা হয়েছে? জানুন বিস্তারিত।
শহরে টোটোর দৌরাত্মে নাজেহাল দশা শহরবাসীর। অসংখ্য টোটোর ভিড়ে নিত্যদিন লেগে থাকত ছোট বড় দুর্ঘটনা। যাত্রীদের ইচ্ছা অনুযায়ী রিফিউজ করা থেকে শুরু করে লাগাম ছাড়া ভাড়া আদায় করা সহ নানা অভিযোগে সরব হয়েছিল শহরবাসীর একাংশ। এবার তাতে লাগাম দিতে জলপাইগুড়ি পৌরসভার তরফে জারি হল বিশেষ নির্দেশিকা।
শহরে টোটোর দৌরাত্মে নাজেহাল দশা শহরবাসীর। অসংখ্য টোটোর ভিড়ে নিত্যদিন লেগে থাকত ছোট বড় দুর্ঘটনা। যাত্রীদের ইচ্ছা অনুযায়ী রিফিউজ করা থেকে শুরু করে লাগাম ছাড়া ভাড়া আদায় করা সহ নানা অভিযোগে সরব হয়েছিল শহরবাসীর একাংশ। এবার তাতে লাগাম দিতে জলপাইগুড়ি পৌরসভার তরফে জারি হল বিশেষ নির্দেশিকা।
এখন থেকে শহরে বন্ধ কাগজ বিহীন টোটো। ইতিমধ্যেই কাগজ বিহীন টোটো আটকে বিশেষ অভিযান জলপাইগুড়ি ট্রাফিক পুলিশ ও পৌরসভার। সেপ্টেম্বর মাস থেকে কাগজ বিহীন কোনও টোটোকে শহরে ঢুকতে দেবে না, সম্প্রতি শহরবাসীকে এমনই প্রতিশ্রুতি দিয়েছিল পৌরসভা।
এখন থেকে শহরে বন্ধ কাগজ বিহীন টোটো। ইতিমধ্যেই কাগজ বিহীন টোটো আটকে বিশেষ অভিযান জলপাইগুড়ি ট্রাফিক পুলিশ ও পৌরসভার। সেপ্টেম্বর মাস থেকে কাগজ বিহীন কোনও টোটোকে শহরে ঢুকতে দেবে না, সম্প্রতি শহরবাসীকে এমনই প্রতিশ্রুতি দিয়েছিল পৌরসভা।
সেই প্রতিশ্রুতির কথা মাথায় রেখে ইন্দিরা কলোনি এলাকায় বেশ কয়েকশো টোটোকে আটক করা হয় ।যাদের নির্দিষ্ট কোনও কাগজ বা লাইসেন্স ছিল না ।এই ধরনের উদ্যোগে খুশি প্রকাশ করেছেন জলপাইগুড়ি শহরের বাসিন্দারা। এদিন ইন্দিরা কলোনি এলাকায় কয়েকশো টোটোকে পুলিশ ও জলপাইগুড়ি পৌরসভার স্টাফরা আটক করে , শহরে ঢুকতে বাধা দেয়।
সেই প্রতিশ্রুতির কথা মাথায় রেখে ইন্দিরা কলোনি এলাকায় বেশ কয়েকশো টোটোকে আটক করা হয় ।যাদের নির্দিষ্ট কোনও কাগজ বা লাইসেন্স ছিল না ।এই ধরনের উদ্যোগে খুশি প্রকাশ করেছেন জলপাইগুড়ি শহরের বাসিন্দারা। এদিন ইন্দিরা কলোনি এলাকায় কয়েকশো টোটোকে পুলিশ ও জলপাইগুড়ি পৌরসভার স্টাফরা আটক করে , শহরে ঢুকতে বাধা দেয়।
নির্দেশিকা অনুযায়ী প্রত্যেকটি টোটোর রেজিস্ট্রেশন /বৈধ কাগজপত্র/লাইসেন্স বাধ্যতামূলক। পুরনো আইকার্ড ফেরত দিয়ে ৫০০ টাকার বিনিময় রেজিস্ট্রেশন করে নতুন আইকার্ড নিতেই হবে প্রত্যেকটি টোটো চালককে। এরই সঙ্গে টোটোর সামনের সিটে কোনও ব্যক্তি থাকলে প্রথমে ৫০০, পরে ১০০০ টাকা জরিমানা দেওয়ার পরেও না শোধরালে টোটো চালকের রেজিস্ট্রেশন বাতিল হবে। স্কুল ইউনিফর্ম পড়া ছাত্র-ছাত্রী, সিনিয়র সিটিজেন এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য "নো রিফিউজাল" মানতেই হবে।
নির্দেশিকা অনুযায়ী প্রত্যেকটি টোটোর রেজিস্ট্রেশন /বৈধ কাগজপত্র/লাইসেন্স বাধ্যতামূলক। পুরনো আইকার্ড ফেরত দিয়ে ৫০০ টাকার বিনিময় রেজিস্ট্রেশন করে নতুন আইকার্ড নিতেই হবে প্রত্যেকটি টোটো চালককে। এরই সঙ্গে টোটোর সামনের সিটে কোনও ব্যক্তি থাকলে প্রথমে ৫০০, পরে ১০০০ টাকা জরিমানা দেওয়ার পরেও না শোধরালে টোটো চালকের রেজিস্ট্রেশন বাতিল হবে। স্কুল ইউনিফর্ম পড়া ছাত্র-ছাত্রী, সিনিয়র সিটিজেন এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য “নো রিফিউজাল” মানতেই হবে।
অর্থাৎ, কোনওভাবেই উক্ত ব্যক্তিদের ফেরানো যাবে না। শহরের বাইরে থেকে কোনও টোটো শহরের ভেতরে এসে চালালে, ধরা পড়লে সেটি দু'দিন বাজেয়াপ্ত করা হবে। পরবর্তীতে জরিমানা করা হবে। নেশাগ্রস্ত অবস্থায় কোনওভাবেই টোটো চালানো যাবেনা। ধরা পড়লে গুনতে হবে ১০০০ টাকা জরিমানা। পরবর্তীতে না শোধরালে বাতিল হবে রেজিস্ট্রেশন। এরই সঙ্গে অতিরিক্ত ভাড়ার চাহিদায় রাশ টানতে বেঁধে দেওয়া হয়েছে ভাঁড়ার মূল্য।
অর্থাৎ, কোনওভাবেই উক্ত ব্যক্তিদের ফেরানো যাবে না। শহরের বাইরে থেকে কোনও টোটো শহরের ভেতরে এসে চালালে, ধরা পড়লে সেটি দু’দিন বাজেয়াপ্ত করা হবে। পরবর্তীতে জরিমানা করা হবে। নেশাগ্রস্ত অবস্থায় কোনওভাবেই টোটো চালানো যাবেনা। ধরা পড়লে গুনতে হবে ১০০০ টাকা জরিমানা। পরবর্তীতে না শোধরালে বাতিল হবে রেজিস্ট্রেশন। এরই সঙ্গে অতিরিক্ত ভাড়ার চাহিদায় রাশ টানতে বেঁধে দেওয়া হয়েছে ভাঁড়ার মূল্য।
প্রথম দু' কিলোমিটারে ভাড়া হবে ১৫ টাকা, পরবর্তী প্রত্যেক ৩ কিলোমিটার অনুযায়ী বাড়বে ৫ টাকা করে। তবে ইউনিফর্ম পরিহিত ছাত্র-ছাত্রী,সিনিয়র সিটিজেন এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য প্রথম দু'কিলোমিটারে ভাড়া হবে ১০ টাকা পরবর্তী প্রত্যেক ৩ কিলোমিটার অনুযায়ী বাড়বে ৫ টাকা। পৌরসভা এলাকায় সর্বোচ্চ ভাড়া হবে ৩০ টাকা।
প্রথম দু’ কিলোমিটারে ভাড়া হবে ১৫ টাকা, পরবর্তী প্রত্যেক ৩ কিলোমিটার অনুযায়ী বাড়বে ৫ টাকা করে। তবে ইউনিফর্ম পরিহিত ছাত্র-ছাত্রী,সিনিয়র সিটিজেন এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য প্রথম দু’কিলোমিটারে ভাড়া হবে ১০ টাকা পরবর্তী প্রত্যেক ৩ কিলোমিটার অনুযায়ী বাড়বে ৫ টাকা। পৌরসভা এলাকায় সর্বোচ্চ ভাড়া হবে ৩০ টাকা।
এইভাবে প্রত্যেকটি বিষয়ে জলপাইগুড়ি পৌরসভার তরফে নির্দেশিকা জারি করায় এবার থেকে টোটোর দৌরাত্ম কিছুটা হলেও কমবে এমনটাই আশা করা হচ্ছে । পৌরসভার এই উদ্যোগে খুশি জলপাইগুড়িবাসী। মাসের শুরু থেকেই কার্যকরী হয়েছে এই নিয়মগুলি। নিয়ম না মানলেই বিপত্তির মুখে পড়তে হবে টোটো চালকদের।-সুরজিৎ দে
এইভাবে প্রত্যেকটি বিষয়ে জলপাইগুড়ি পৌরসভার তরফে নির্দেশিকা জারি করায় এবার থেকে টোটোর দৌরাত্ম কিছুটা হলেও কমবে এমনটাই আশা করা হচ্ছে । পৌরসভার এই উদ্যোগে খুশি জলপাইগুড়িবাসী। মাসের শুরু থেকেই কার্যকরী হয়েছে এই নিয়মগুলি। নিয়ম না মানলেই বিপত্তির মুখে পড়তে হবে টোটো চালকদের।
-সুরজিৎ দে