উত্তরবঙ্গ, লাইফস্টাইল Tour in Winter: ‘আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব তোমার সাথে’- এই শীতে জমিয়ে ঘুরে আসুন, বেড়িয়ে আসুন এখান থেকে Gallery October 28, 2024 Bangla Digital Desk উত্তরের রানী শৈল শহর দার্জিলিং: দার্জিলিং এলে হিমালয় দৃশ্য, টয় ট্রেন, চা বাগান নজর কাড়বে। এরই সঙ্গে কার্শিয়ং-এর প্রাকৃতিক দৃশ্য হিল স্টেশন, অর্কিডের বাগান করবে মনমুগ্ধ। মিরিক (হিল স্টেশন, হ্রদ), ঘুম (উচ্চতম রেলওয়ে স্টেশন),রক গার্ডেন ,বাতাসিয়া লুপ ,লাভারস্ ভিউ পয়েন্ট, টাইগার হিল ,চিড়িয়াখানা। কালিম্পং জেলা : কালিম্পং জেলার অন্যতম দর্শনীয় জায়গা পেডং, হিল স্টেশন, বৌদ্ধ আশ্রম। সঙ্গে রোমাঞ্চকর অনুভূতি দেবে দ্য ডেথ রোড সংলগ্ন ভুতুড়ে জায়গা দ্য হিল(ডাওহিল)। জলপাইগুড়ি জেলা : জলপাইগুড়ি মানেই ডুয়ার্স জঙ্গল, পাহাড়, নদীর সংমিশ্রণ। গোরুমারা জাতীয় উদ্যান (বন্যজীবন)। এখানকার হাতি সাফারি বেশ জনপ্রিয়। লাটাগুড়ি (জঙ্গল), মূর্তি (নদী), ডুয়ার্স (চা বাগান)। আলিপুরদুয়ার জেলা: আলিপুরদুয়ার জলদপাড়া জাতীয় উদ্যান (বন্যজীবন) বাক্সা টাইগার রিজার্ভ (বাঘ জয়ন্তী (পাহাড়, গুহা)মাদারিহাট (জংগল) কোচবিহার জেলা: কোচবিহার জেলার রাজবাড়ি, রসিক বিল পাখি অভয়ারণ্য,মদন মোহন মন্দির দর্শনীয়। পুজোর পর রাস মেলা (উৎসব) কোচবিহারের সব থেকে বড়, প্রাচীন এবং ঐতিহ্যবাহী মেলা।