প্রযুক্তি Tatkal Ticket Booking: ছুটির মরশুমে ট্রেনের টিকিট অমিল? চিন্তা নেই! এই টোটকা মেনে ট্রেনের তৎকাল টিকিট কেটে নিন Gallery October 28, 2024 Bangla Digital Desk দীপাবলি তো এসেই গেল! আর উৎসবের মরশুম মানেই তো বেড়াতে যাওয়া। আবার যাঁরা কর্মসূত্রে বাড়ি থেকে দূরে থাকেন, তাঁরা এই উৎসবের মরশুমে ঘরে ফেরার জন্য মুখিয়ে থাকেন। ফলে ট্রেনের টিকিট পাওয়া এই সময় দুষ্কর হয়ে ওঠে। বিশেষ করে উৎসবের মরশুমে তো বটেই! আর এখানেই মুশকিল আসান হয়ে ওঠে IRCTC-র তৎকাল রিজার্ভেশন। যাঁদের জরুরিকালীন পরিস্থিতিতে ট্রেনের টিকিট প্রয়োজন, তাঁদের জন্য সহায় হতে পারে এই বিকল্প। কিন্তু তৎকালের মাধ্যমে কীভাবে টিকিট কাটা সম্ভব, সেটাই দেখে নেওয়া যাক। তবে তার আগে মনে রাখতে হবে যে, ট্রেন ছাড়ার ঠিক আগের দিন এসি ক্লাসের জন্য তৎকাল বুকিং শুরু হয় সকাল ১০টা থেকে আর নন-এসি ক্লাসের জন্য তৎকাল বুকিং শুরু হয় সকাল ১১টা থেকে। তাই কয়েক মিনিট আগে লগ-ইন করা থাকলে সহজেই ট্রেনের টিকিট পাওয়া সম্ভব। ওয়েবসাইটের মাধ্যমে IRCTC-তে অনলাইন তৎকাল টিকিট কাটার উপায়: ১. প্রথমে IRCTC ওয়েবসাইটে গিয়ে লগ-ইন করতে হবে। ২. এবার Book Ticket অপশনে ক্লিক করতে হবে। ৩. এরপর Tatkal বুকিং অপশন বেছে নিয়ে প্রয়োজনীয় সমস্ত তথ্য প্রদান করতে হবে। যেমন – গন্তব্যস্থল, স্টেশন, ভ্রমণের দিনক্ষণ, ট্রেনের নম্বর এবং ক্লাস ইত্যাদি। ৪. এবার যাত্রীর নাম, ঠিকানা, ফোন নম্বর-সহ নানা তথ্য দিতে হবে। ৫. বার্থ প্রেফারেন্স সিলেক্ট করতে হবে। ৬. ট্রেনের ভাড়া এবং অন্যান্য তথ্য আর একবার দেখে নিয়ে পেমেন্ট পেজের দিকে অগ্রসর হতে হবে। ৭. পেমেন্ট মেথড কী হবে, সেটা বেছে নেওয়া আবশ্যক। ৮. বুকিং ডিটেলস ভেরিফাই করে পেমেন্ট করতে হবে। সফল ভাবে পেমেন্ট হলেই ই-টিকিট ডাউনলোড করে নিতে হবে। IRCTC অ্যাপের মাধ্যমে অনলাইন তৎকাল টিকিট কাটার উপায়: ১. প্রথমে IRCTC অ্যাপ নামাতে হবে। ২. এরপর Tatkal বুকিং অপশন বেছে নিতে হবে। ৩. ট্রেন এবং যাত্রার দিনক্ষণ বেছে নিতে হবে। ৪. যাত্রী সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে। ৫. নিজের পছন্দমতো সিট, ক্লাস এবং বার্থের ধরন দিতে হবে। ৬. বুকিং কনফার্ম করার আগে ভাড়ার তথ্য যাচাই করতে হবে। ৭. পেমেন্ট স্টেটাস চেক করতে হবে এবং কনফার্মেশনের জন্য অপেক্ষা করতে হবে। ৮. পেমেন্ট কনফার্মড হলে অ্যাপ থেকে সরাসরি টিকিট ডাউনলোড করা সম্ভব।