উত্তরবঙ্গ ট্রিপ

Dooars Trip: ডুয়ার্স থেকে মুখ ফেরাচ্ছে ভ্রমণপ্রেমীরা! ছুটছেন শৈলশহরে! কারণ জানলে চমকে উঠবেন

জলপাইগুড়ি: উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে বারবার। এক কথায় বলা যায় উত্তরবঙ্গ ‘সব পেয়েছির দেশ’। একদিকে ঘন জঙ্গল, অন্যদিকে পাহাড়। মেঘের আনাগোনা, অচেনা পাখির ডাক, ঝর্নার জল, শান্ত নদী.. সব মিলিয়ে মনমাতানো বহু দর্শনীয় স্থান রয়েছে এই উত্তরবঙ্গে। কিন্তু ক্রমশই যেন ডুয়ার্সের জঙ্গল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকদের একাংশ।

জঙ্গল ছেড়ে উত্তরবঙ্গের কিংবা অন্যান্য জায়গার শৈলশহরের দিকে ঝুঁকছেন ভ্রমণপিপাসুরা। হঠাৎ এই জঙ্গল বিমুখ হওয়ার কারণ হিসেবে পর্যটন ব্যবসায়ীদের মুখে শোনা যাচ্ছে উত্তরবঙ্গের ডুয়ার্স ঘুরতে যাওয়ার খরচ। ডুয়ার্স ঘুরতে আসলে যে পরিমাণ খরচ বহন কর‍তে হয় পর্যটকদের, তার থেকে অনেক কম খরচে উত্তরবঙ্গ বা অন্যান্য পাহাড়ি হ্যামলেটে বেড়ানো সম্ভব। ডুয়ার্সের জঙ্গল ভ্রমণের চেয়ে পাহাড় ভ্রমণ অনেকটাই সস্তা, এমনটাই বলছেন পর্যটন ব্যবসায়ীরা। তাই স্বাভাবিকভাবেই ঘন জঙ্গলের অ্যাডভেঞ্চার ছেড়ে পাহাড়মুখী হচ্ছেন বহু পর্যটক।

আরও পড়ুনঃ পর্যটকদের জন্য জ্যাকপট! এবার সিকিম ঘুরুন অর্ধেক খরচে! কোন ক্ষেত্রে কমল ব্যয়? জানুন

পর্যটন ব্যবসায়ীদের অধিক লাভ হলেও মুখ থুবড়ে পড়তে হচ্ছে ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ীদের। তবে জঙ্গল হোক বা পাহাড় মন মুগ্ধ করা পরিবেশ পাবেন দু’জায়গাতেই। যদি আপনি সবুজ ঘেরা ঘন জঙ্গল আর বন্য প্রাণীদের সঙ্গ পছন্দ করেন, তা হলে ডুয়ার্সের জঙ্গলই সেরা। অসাধারণ পরিবেশের মধ্যে থাকা-খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে জঙ্গলের মধ্যে রিসর্টগুলিতে। রয়েছে টেন্টে (তাঁবুতে) রাত্রিযাপনের ব্যবস্থা। ফাঁকা নিরিবিলির মধ্যে কিছুটা সময় কাটিয়ে মন ভাল করে ফিরে যেতে পারেন।

সুরজিৎ দে