Digha 

Purba Medinipur News: সৈকত সরণীতে দাঁড়িয়েই সমুদ্র স্নানের মজা! সপ্তাহান্তে দিঘা এসে উচ্ছ্বসিত পর্যটকেরা

দিঘা: দিঘা বাঙালি পর্যটকের নস্টালজিয়া। বর্তমানে সব সময়ই দিঘায় পর্যটকের ভিড় লেগেই আছে। শীত-গ্রীষ্ম-বর্ষা সব ঋতুতেই দিঘা  পর্যটকদের খালি হাতে ফেরায় না। প্রতিটি ঋতুতে তার রূপে আকৃষ্ট হয় পর্যটকেরা। বর্ষার সময় দিঘার ভয়ঙ্কর সুন্দর রূপ আরও বেশি করে পর্যটকদের আকৃষ্ট করে। তাই বর্ষার সময় দিঘা সমুদ্রে পর্যটকের ভিড় লক্ষ্য করা যায়। বর্তমানে রাজ্য সরকারে নানান উন্নয়নমূলক কর্মযজ্ঞে দিঘা আরও উন্নত মানের পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। ফলে দিন দিন দিঘায় ভিড় বাড়ছে। চলতি সপ্তাহান্তে দিঘার এইরূপে মজেছে পর্যটকেরা।

দিঘা এসে পর্যটকদের বাড়তি পাওনা। ঘোরার মজা দ্বিগুণ হল। দিঘার সমুদ্রের রূপ পর্যটকদের মনে ধরেছে। আর তাতেই উচ্ছ্বসিত তাঁরা। এক দিকে গুরু পূর্ণিমার ভরা কোটাল, অন্য দিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ। এই দুইয়ের প্রভাবে উত্তাল দিঘা সমুদ্র। জোয়ারের সময় বাতাসে ফুলেফেঁপে উঠেছে জল। বড় বড় ঢেউ  গার্ড ওয়াল টপকে আছড়ে পড়ছে সৈকত সরণীতে। দিঘার এই ভয়ংকর সুন্দর রূপ দেখে উল্লাসিত পর্যটকেরা।

আরও পড়ুন: বাজারে কত টাকা নিয়ে যাবেন, আলু-পেঁয়াজ সবই তো আগুন ঝরাচ্ছে

আরও পড়ুন: দ্বাদশ শ্রেণির পর পশু চিকিৎসার ওষুধ বিশেষজ্ঞের পড়াশোনার সুযোগ! অনলাইনে ভর্তির আবেদন

রবিবার ২১ জুলাই জোয়ারের সময় বড় বড় ঢেউ এসে গার্ড ওয়াল টপকে আছড়ে পড়ে সৈকত সরণীতে। সৈকত সরণীতে দাঁড়িয়ে সমুদ্র স্নানের তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করল দিঘায় আসা পর্যটকেরা। দিঘা বেড়াতে আসা পর্যটকেরা জানান, “দিঘায় মনোরম পরিবেশ। সেই সঙ্গে তীব্র জলোচ্ছ্বাস মন ভরিয়ে দিয়েছে। উত্তাল সমুদ্রে স্নানে নিষেধাজ্ঞা জারি থাকলেও। সৈকত সরণীতে দাঁড়িয়ে বড় বড় ঢেউয়ে স্নানের মজা দ্বিগুণ আনন্দ দিচ্ছে।”

প্রসঙ্গত, সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। জোয়ারের সময় সমুদ্র স্নানেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। সেইমত ওল্ড দিঘা থেকে নিউ দিঘা পর্যন্ত বিভিন্ন স্থানে চলছে নজরদারি। মোতায়ন রয়েছে পুলিশ এবং নুলিয়ারা। রবিবার জোয়ারের সময় সমুদ্রে না নামতে পারলেও সৈকত সরণীতে দাঁড়িয়ে বহু পর্যটক স্নানের মজা নিলেন। দিঘার এই ভয়ঙ্কর রূপ পর্যটকদের দিঘা ঘোরার মজা দ্বিগুণ করল।

সৈকত শী