এই গরমের ট্রাফিক পুলিশের মাথায় ছাতা ধরল একদল মানুষ

Howrah News: প্রখর গরমে দাবদাহে ট্রাফিক পুলিশের পাশে দাঁড়ালেন ওঁরা! মানবিকতার নজির

হাওড়া: গরমের দাবদাহে রাস্তায় নেমে একদল মানুষ যা করলেন, তাতে অবাক সকলে। প্রখর এই তাপপ্রবাহে কর্মরত ট্রাফিক কর্মীদের কাছে পৌঁছলেন একদল মানুষ! গরমের দাবদহে রীতিমতো মানুষ গৃহবন্দী হওয়ার উপক্রম। ইতিমধ্যেই তিনটি জেলায় লাল সর্তকতা জারি-সহ হাওড়া জেলাতেও কমলা সর্তকতা জারি করা হয়েছে। তা সত্ত্বেও যাঁরা নিজেদের দায়িত্ব থেকে অবিচল, যান চলাচল নিয়ন্ত্রণ করে চলেছে ট্রাফিক কর্মীরা। সিভিক ভলেন্টিয়ার থেকে ট্রাফিক ট্রাফিক গার্ড, ওসি, সার্জেন্ট, যাঁরা প্রখর রোদে জাতীয় সড়ক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তায় দাঁড়িয়ে থেকে যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন, তা এক কথায় অসীম প্রশংসনীয়।

জগতপুর আনন্দ ধারার পক্ষ থেকে প্রখর রোদে কর্মরত সমস্ত ট্রাফিকের সঙ্গে যুক্ত মানুষদের ঠান্ডা পানীয় ওআরএস ঠান্ডা জল ছাতা-সহ অন্যান্য সামগ্রী দিয়ে সহযোগিতা। উলুবেড়িয়া নরেন্দ্র হল মোড় থেকে রানিহাটি পর্যন্ত সমস্ত স্টপেজে থাকা কর্মরত যানবাহন নিয়ন্ত্রণকারী ট্রাফিক কর্মীদের প্রদান করা হল। উদ্যোক্তা সাইদুর রহমান, স্বপন কুমার চেটেল বলেন, সাধারণ মানুষকে বিপদ মুক্ত করতে ট্রাফিক কর্মীরাও অনবরত কাজ করে চলেছে। তাই তাঁদের সাহায্য করতে এগিয়ে এসেছেন তাঁরা।

আরও পড়ুন: ৭ দিন পরই বৃষ্টি দক্ষিণবঙ্গে! প্রবল গরমের মাঝেই শনিবার দক্ষিণের তিন জায়গা ছিল তাপপ্রবাহের বাইরে! দেখুন তালিকা

আরও পড়ুন: বিজেপি নেতার বাড়ির কাছে বিস্ফোরণ! হাসনাবাদের কাণ্ডে দিলীপ দাসের বাড়িতে হাজির রেখা পাত্র

তাঁরা বলেন, “রোদ-বৃষ্টি ঝড় উপেক্ষা করেই রাস্তায় থাকেন এই মানুষগুলি। সেই দিক থেকে এই গরমেও নিজেদের দায়িত্ব পালন থেকে অনড় ট্রাফিক কর্মীরা। এই সময় এমন কাজ সত্যিই প্রশংসনীয়, তাই সাধারণ মানুষ ট্রাফিক দায়িত্বে কর্মরত কর্মীদের সকলের প্রতি যাতে শ্রদ্ধাশীল হন। এবং আমাদের মত আরও সংস্থা ক্লাব সংঘ মানুষজন এভাবেই সহযোগিতা করে এগিয়ে আসা প্রয়োজন।”

রাকেশ মাইতি