মোবাইল নম্বর থাকলেই এবার থেকে চার্জ দিতে হবে! নয়া নিয়ম আনছে ট্রাই, খরচ বাড়বে!

কলকাতা: ফ্রি-র দিন ফুরল! খুব শীঘ্রই মোবাইল বা ল্যান্ডলাইন নম্বর ব্যবহারের জন্য চার্জ দিতে হবে গ্রাহককে। এমনটাই জানিয়েছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই।

তাদের বক্তব্য, মোবাইল বা ল্যান্ডলাইন নম্বর রাখার জন্য চার্জ দিতে হতে পারে। এমন নিয়ম খুব শীঘ্রই আসবে। কারণ মোবাইল নম্বর “অত্যন্ত মূল্যবান পাবলিক রিসোর্স, ব্যক্তিগত নয়”। তাই মোবাইল অপারেটরদের থেকে চার্জ নেওয়া হতে পারে।

এখন মোবাইল বা ল্যান্ডলাইন নম্বরের জন্য টেলিকম অপারেটরদের থেকে চার্জ নেওয়া হলে, সেটা ঘুরেফিরে গ্রাহকের কাছ থেকে আদায় করা হবে। পাশাপাশি কম ব্যবহার করা হয় এমন মোবাইল বা ল্যান্ডলাইন নম্বর ধরে রাখার জন্য টেলিকম অপারেটরদের জরিমানা করা হবে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন- এসি বারবার ON,OFF করলে কী হয়? কতক্ষণ চালিয়ে বন্ধ করবেন AC, অনেকেই জানেন না

ট্রাই বিশ্বাস করে, মোবাইল নম্বর পাবলিক রিসোর্স, ব্যক্তিগত নয়। তাই জনস্বার্থের কথা মাথায় রেখে এগুলো ব্যবহার করতে হবে। দেশে মোবাইল নম্বরের ব্যাপক ঘাটতি রয়েছে।

নিয়ম অনুযায়ী, কোনও সিম কার্ড দীর্ঘদিন রিচার্জ না করলে তা ব্ল্যাক লিস্টেড করতে হয়। কিন্তু গ্রাহক হারানোর ভয়ে মোবাইল অপারেটররা তা করে না। এই পরিস্থিতিতে ট্রাই নিষ্ক্রিয় মোবাইল নম্বরগুলিকে ব্ল্যাক লিস্টেড না করার জন্য মোবাইল অপারেটরদের জরিমানা করার পরিকল্পনা করেছে।

ভারতে মোট মোবাইল নম্বরের মধ্যে প্রায় ২১.৯ কোটি নম্বর নিষ্ক্রিয়। অর্থাৎ সেগুলো ব্যবহার করা হয় না। এই সংখ্যা মোট মোবাইল নম্বরের প্রায় ১৯ শতাংশ। বেশিরভাগ মোবাইল ব্যবহারকারী তাদের স্মার্টফোনে দুটি সিম কার্ড ব্যবহার করেন। একটি সক্রিয় থাকে, অন্যটি খুব কম বা একেবারেই ব্যবহৃত হয় না।

সরকার নিজেই মোবাইল অপারেটরকে মোবাইল নম্বর সিরিজ ইস্যু করে। মোবাইল নম্বরের স্বল্পতার কারণে এটি বিচক্ষণতার সঙ্গে ব্যবহার করা উচিত। কিন্তু, সেটা হয় না। তাই ট্রাই এখন মোবাইল নম্বরগুলিতে চার্জ আরোপ করার পরিকল্পনা করছে।

আরও পড়ুন- ভারতের প্রথম মোবাইল কোন কোম্পানির? Nokia ভাবলে ভুল, ইটের মতো ভারী ছিল সেটি

বলে রাখা ভাল, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, বেলজিয়াম, ফিনল্যান্ড, যুক্তরাজ্য, লিথুয়ানিয়া, গ্রীস, হংকং, বুলগেরিয়া, কুয়েত, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, পোল্যান্ড, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, ডেনমার্কের মতো দেশে টেলিকম কোম্পানিগুলি মোবাইল নম্বর ব্যবহারের জন্য গ্রাহকদের কাছ থেকে চার্জ আদায় করে।